today visitors: 5073432

প্রিয় গণমাধ্যম কর্মীদের প্রতি নির্দেশনা:

প্রিয় গণমাধ্যম কর্মীদের প্রতি নির্দেশনা

১. কারো সাথে তর্কে জড়ানো যাবে না।

২. শিক্ষার্থীদের বোঝাতে হবে আমরা তাদেরই লোক।

৩. ঝুঁকি নিয়ে কোন কিছুর দরকার নেই

৪. চোখ কান খোলা রেখে কাজ করতে হবে।

৫. ব্যাগে তোয়ালে নিন, সুযোগ পেলেই মুখে এবং মাথায় পানি দিয়ে নিজেকে ফ্রেশ রাখার চেষ্টা করবেন।

৬. সকালে বাসা থেকে খেয়ে বের হবেন।

৭. সকল সহকর্মীর সাথে সবসময় যোগাযোগ রাখবেন।

৮.. গুরুত্বপূর্ণ কোন কিছু যেন মিস না হয় সেদিকে খেয়াল রাখতে হবে (যেমন গুরুত্বপূর্ণ কেউ আহত বা নিহত হলো কিনা, কোন গুরুত্বপূর্ণ স্থাপনায় অগ্নিসংযোগ হল কিনা ইত্যাদি)

৯. আগামীকাল সাংবাদিকদেরকেও টার্গেট করা হতে পারে, সবাই সাবধান থাকবেন।

১০. মোবাইলেই ফুল চার্জ করে নিবেন, পাওয়ার ব্যাংক থাকলে ফুল চার্জ করে রাখুন।

১১. সামান্য ভিউ এর আশায় জীবন ঝুকিতে ফেলবেন না! একটু পরে কোন না কোনভাবে ফুটেজ ঠিকই পাওয়া যাবে।

১২. মাথা ঠান্ডা রেখে সবাই কাজ করবেন, তাড়াহুড়োর দরকার কোন নেই।

১৩. টিয়ার গ্যাস থেকে বাঁচতে সঙ্গে একটা ম্যাচ রাখুন।

১৪. মোবাইল ফোনের ডায়াল কলে কিছু আপন মানুষদের নাম্বার রাখুন, প্রয়োজনে যেন সাথে সাথেই ফোন করতে পারেন।

আশা করি এই দিক নির্দেশনা গুলো মেনে চললে আমরা সবাই উপকৃত হব ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে ভাল রাখুক আমিন।