today visitors: 5073432

নৃত্য জাতীয় পুরস্কার পেলো ঝালকাঠি সুকন্যা আক্তার মারিয়া

 

শাহরিয়া সিমান্ত; ঝালকাঠিঃ

জাতীয় পুরস্কার পেলো ঝালকাঠি সুকন্যা আক্তার মারিয়া। আন্তর্জাতিক নৃত্যদিবস উপলক্ষে দেশব্যাপী জাতীয় নৃত্য প্রতিযোগিতা- ২০২৪ এর চূড়ান্ত পর্বে খ বিভাগে অংশ নিয়ে লোকনৃত্যে সারাদেশে সেরার সেরা স্বর্ণপদক স্থান অধিকার করেছে।
সোমবার ১৫ জুলাই জাতীয় শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত পুরস্কার ও সনদপত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ হাত থেকে পুরস্কার ও সনদপত্র নেয় ঝালকাঠি সুকন্যা আক্তার মারিয়া।
সুকন্যা আক্তার মারিয়া বাবা ঝালকাঠি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক এবং জাতীয় শ্রমিক লীগ ঝালকাঠি জেলা শাখার আহবায়ক মোঃ ছবির হোসেন ও মোসা: সনিয়া আক্তার দম্পতির দ্বিতীয় মেয়ে। সে ঝালকাঠি সরকারি হরচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয় অষ্টম শ্রেণী ছাত্রী। সঙ্গীত ও নাট্যশিল্পী এবং নৃত্যে হিসেবে বেশ সুনাম রয়েছে।
সুকন্যা বাবা জাতীয় শ্রমিক লীগ ঝালকাঠি জেলা শাখার আহবায়ক মোঃ ছবির হোসেন বলেন, সে এ নিয়ে অনেক বার জাতীয় পুরস্কার পেলো।

শাহরিয়া সিমান্ত
ঝালকাঠি
০১৪০৪৭৫১৫৬৪