today visitors: 5073432

কোরবানীর ঈদের ছুটিতে বাড়ীতে এসে দুঃখিনী মাকে বলেছিলো আবু সাঈদ, একটা চাকুরীর ব্যবস্থা করবো মা!!

 

শান্ত রহমান সুনামগঞ্জ জেলা প্রতিনিধি।

কোটা সংস্কার আন্দোলনে দেশব্যাপী চলমান শিক্ষার্থীদের আন্দোলনে শহীদ রংপুরের পীরগঞ্জ উপজেলার মদনখালি ইউনিয়নের বাবুনপুর গ্রামের মকবুল হোসেনের সর্বকনিষ্ঠ পুত্র আবু সাঈদ (২৫);।আবু সাঈদের মৃত্যুর খবর শুনে এলাকার শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় নিকট কাছ থেকে জানা যায় মেধাবী শহীদ আবু সাঈদ জাফর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণী পাস করে খালাশপীর উচ্চ বিদ্যালয় থেকে ২০১৬ সালে কৃতিত্বের সাথে এসএসসি পাস করে রংপুর সরকারি কলেজ ভর্তি হয়। অভাব অনটনের কারণে এক সময় লেখাপড়া বন্ধ করে বাপ ভাইদের সঙ্গে অন্যের বাড়িতে কাজ করা শুরু করে। মেধাবী আবু সাঈদ থেমে থাকার জন্য জন্মায়নি সম্মান শ্রেণীতে ভর্তি হওয়ার জন্য বিভিন্ন স্থানে পরীক্ষা দেওয়ার পর রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কলেজে ইংরেজি বিভাগে অনার্স পাস করে মাস্টার্সে ভর্তি হয়। আবু সাঈদের ছয় ভাই তিন বোন শহীদ আবু সাঈদ সর্বকনিষ্ঠ সন্তান। তার মৃত্যুর খবর শুনে বাল্যকালে বন্ধুরা এলাকাবাসী সাঈদের বাবা-মাকে কোনভাবে থামাতে পারছে না। আবু সাঈদ এর অন্যান্য ভাইয়েরা কেউ ভ্যান চালক কেউবা অন্যের বাড়িতে শ্রমিকের কাজ করে। সর্বশেষ গত ঈদে বাড়িতে এসে যাওয়ার সময় মাকে বলে গিয়েছিল মা আমি একটি চাকরির জন্য চেষ্টা করছি দোয়া করবেন আমি যেন তোমার মুখে হাসি ফুটাতে পারি।