"
প্রকাশিত সংবাদের প্রতিবাদ
সাঁথিয়া, পাবনা
পাবনার সাঁথিয়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গ মাতা ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডেকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট চলাকালীন সময়ে প্রতিপক্ষের কোচের উপর হামলা ও প্রতিযোগী দলকে খেলায় অংশগ্রহন না করার জন্য বিভিন্ন ভাবে হুমকিধামকি প্রদানের অভিযোগ মিথ্যা ও বানোয়াট বলে প্রতিবাদ জানিয়েছেন শালঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম রিপন। তিনি বলেন খেলা চলাকালীন সময়ে আমি বা আমার কোন প্রতিনিধি সেখানে উপস্থিত ছিলেন না ।
উক্ত সময়ে আমি আমার ছাত্র ছাত্রী দের নিযে গাড়ি তে করে স্কুলে যাচ্ছিলাম । তাছাড়া উক্ত খেলাচলাকালীন সময়ে উপজেলা শিক্ষা অফিসের দায়িত্ব প্রাপ্ত দুজন এইউইও,ম্যাচ কমিশনার সহ রাজনৈতিক দলের বিভিন্ন নেতা কর্মীরা উপস্থিত ছিলেন ।
সুতরাং তাদের সম্মুখে আমার দ্বারা এ ধরনের ঘটনা ঘটানোর প্রশ্নই আসে না । তিনি বলেন, আমাকে জড়িয়ে যে মিথ্যা বানোয়াট অভিযোগ করা হয়েছে তাহা স্বীয় স্বার্থ চরিতার্থ করার জন্য । আমি বাংলাদেশের শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছিলাম । সুতরাং আমার দ্বারা এ ধরনের গর্হিত কাজ করার প্রশ্নই ওঠে না ।
আমাকে ব্যাক্তিগত ভাবে হেয় প্রতিপন্ন করার জন্য আমার নাম ব্যবহার করা হয়েছে ।
উক্ত ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহন কারী নন্দনপুর ইউনিয়নের প্রতিনিধিত্ব কারী দল জোড়গাছা ইউনাইটেড সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলামের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন । তিনি এর তীব্র প্রতিবাদ জানান ।
তিনি বলেন যেহেতু আমাকে জড়িয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে, সঠিক তদন্ত সাপেক্ষে সঠিক বিষয়টি জানা যাবে ।