today visitors: 5073432

কোটা সংস্কারের রুপরেখা প্রস্তাব করেছে ‘IQEB’

 

আলমগীর হোসেন, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

সরকারি চাকরিতে ১০% কোটা রাখার প্রস্তাব দিয়েছে INITIATING QUALITY EDUCATION IN BANGLADESH / IQEB (আইকিউইবি)।

বৃহস্পতিবার (১১ জুলাই) আইকিউইবি-এর প্রধান উপদেষ্টা ও নজরুল বিশ্ববিদ্যালয়ের স্থানীয় সরকার ও নগর উন্নয়ন বিভাগের সহকারী অধ্যাপক সাদিক হাসান শুভ বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, সামাজিক সুরক্ষা, অনুন্নত জনগোষ্ঠী ও অনুন্নত অঞ্চলের উন্নয়নের লক্ষ্যে সর্বমোট ১০% প্রস্তাবিত কোটার ১% অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য (যেসকল বীর মুক্তিযোদ্ধার সন্তান অস্বচ্ছল তাঁদের ক্ষেত্রে নাতি/নাতনি), ১% নৃগোষ্ঠির জন্য , ১% প্রতিবন্ধীর জন্য, ১% নিন্ম আয়ের পরিবারের জন্য (দরিদ্র কৃষক, দিন মজুর, চা শ্রমিক ইত্যাদি), ২% অনুন্নত এলাকার জন্য (ছিট মহল, চর ইত্যাদি), ২% অনুন্নত জনগোষ্ঠীর জন্য (ভূমিহীন, হিজড়া, বেদে, জেলে ইত্যাদি), ২% দুর্যোগ প্রবণ এলাকা জন্য (যেসব এলাকায় বন্যা, জলোচ্ছাস, নদী ভাঙ্গন ইত্যাদির প্রকোপ আছে)।

এ সম্পর্কে সাদিক হাসান শুভ বলেন, ৫৬% কোটার কারণে যোগ্যরা বঞ্চিত হচ্ছে। ১০০ ‘র মধ্যে ৪৫তম হয়েও চাকরি না পাওয়া আর অনেক পেছনে থেকেও কোটার কারণে চাকরি পাওয়া অবশ্যই অবিচার। তাই এর সংস্কার প্রয়োজন। সার্বিক বিবেচনায় সামাজিক সুরক্ষা, অনুন্নত জনগোষ্ঠী ও অনুন্নত অঞ্চলের উন্নয়নের লক্ষ্যে সর্বমোট ১০% কোটা রাখা প্রয়োজন।

আলমগীর হোসেন, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
০১৯০৯৯২১০৮০