কবি আবু রায়হান মেজবাহ
হাজার মেয়ের ভীড়েও তার দৃষ্টি শুধু
আমার দিকেই আটকে থাকুক!
আমি চাই প্রতি সাপ্তাহে একদিন সে
নিয়ম করে আমায় চিঠি লিখুক
ভোলা- ভালা চাহনি আর চশমা পড়া
মানুষটির মধ্যে কবি কবি ভাব থাকুক।
আমি চাই চিঠির পরতে পরতে
মাতাল করা ছন্দ থাকুক
ভালোবাসায় ঘেরা শব্দগুলো-
অনুভূতিতে আমায় জড়িয়ে রাখুক।
আমি চাই আমাদের একটা
চায়ের আড্ডার বিকেল হোক
বৃষ্টিতে ভেজা রোমান্টিক মুহূর্তের জন্য
তার অনেকটা থাকুক ঝোক।
আমি চাই অপেক্ষার প্রহর শেষে
মাসে একদিন আমাদের দেখা হোক
জমিয়ে রাখা কথা বলতে বলতে
বিকেল গড়িয়ে সূর্যাস্ত করি উপভোগ।
আমি চাই আমাদের একটা-ই
নির্ঘুম রাতের গল্প হোক
প্রেমের দিন গুলোতে মিস করা অনুভূতি গুলো
বাসর রাতে গল্প করতে করতে প্রকাশ হোক
“আমার একটা নব্বই দশকের প্রেমিকা হোক”
01977771452