সন্ত্রাসী হামলায় আহত ২ , থানায় অভিযোগ..!

মোঃ মিঠু আহম্মেদ নারায়ণগঞ্জ:-

নারায়ণগঞ্জ, ফতুল্লা থানাধীন শিবু মার্কেট, কায়েমপুর, এলাকায় রাতের আধারে পরিকল্পিত ভাবে ভুক্তভোগীর উপরে হামলা চালায় এক দল সন্ত্রাসী বাহিনী।

ভুক্তভোগী, পিতা :- চান শরীফ(৫৩),পিতার মৃত:- সাবেদ আলী শেখ, সাং- পূর্ব ইসদায়ির বুড়ির দোকান,থানা-ফতুল্লা,জেলা- নারায়ণগঞ্জ, নিজে থানায় এসে ছয় জনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দ্বায়ের করেন।

অভিযুক্তরা হলেন- ১ বশির(৩০),পিতা-লুকমান গাজী, সাং- কায়েমপুর জেল খনার পিছনে, ২।সোহেল ওরফে ঘার কাটা সোহেল(৩৫),পিতা-অজ্ঞাত , সাং-দক্ষিন সস্তাপুর, ৩।রুবেল(২৯), পিতা- অজ্ঞাত ,সাং-পশ্চিম সস্তাপুর,খোন্দকার টাওয়ার, ৪।ফয়সাল(২৮),পিতা-মো.মজিবর রহমান, সাং-পশ্চিম সস্তাপুর শিবু মার্কেট, ৫।কাশেম (৩০),পিতা-মো.আজাদ,সাং-পূর্ব সস্তাপুর, ৬।রনি (২৮),পিতা -অজ্ঞাত,

সাং- শিবু মার্কে কায়েমপুর,সর্ব -থানা ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জ সহ-আরো অজ্ঞাত ৪থেকে ৫ জনের নাম দিয়ে লিখিত অভিযোগ দ্বায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, পূর্ব বিরোধের জের ধরে গত (২২ জুন)

পূর্বপরিকল্পিতভাবে ভুক্তভোগী মুসলেহ উদ্দিন সাইফ(২৯), ও তার বন্ধু মো. জনি(২৭), হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে গুরুতর হামলা চালায়। এ সময় প্রতিপক্ষের লোকজন বাদীর ছেলের পায়ের একাংশ ও বাদীর ছেলের বন্ধু বাম পায়ের গিড়ার অধিকাংশ কিরিস ও দেশীয় অস্ত্র দিয়ে কেটে রক্তাক্ত জখম করে।

ভুক্তভোগী পিতা :-চান শরিফ জানান, দীর্ঘদিন ধরেই তাদের সাথে উঠা বসা হটাৎ করে তাদের উপরে এমন আতর্কিত হামলা চালাবে সেটা তারা বুঝতে পারে নাই।

তাদের সাথে পূর্ব কোনো ঝরগা বা কোনো খারাপ সম্পর্ক ছিলো না হটাৎ করে ডেকে নিয়েই হামলা চালায়।

তিনি আরো জানান, আসামিরা এলাকায় চিহ্নিত সন্ত্রাসী নিয়ে তাদের ওপর হামলা চালিয়েছে।

এ বিষয়ে ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আযম মিয়া জানান, ভুক্তভোগী পরিবারের অভিযোগ পেয়েছি আমরা। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে এবং খুব দ্রুত তাঁদেরকে আইকনের আওতায় আনা হবে।