বারহাট্টায় চায়না দুয়ারী জাল জব্দ

 

মোঃ জিয়াউল হক (বারহাট্টা) নেত্রকোনা প্রতিনিধিঃ

নেত্রকোনা বারহাট্টা উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করে ক্ষতিকর চায়না দুয়ারী জাল ও কারেন্ট জাল জব্দ করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ববি। বৃহস্পতিবার( ৪ জুন) আসমা ইউনিয়নের সিংগুয়ার বিলে অভিযান পরিচালনা করে ৩০ টি চায়না দুয়ারী জাল ও ১০ টি কারেন্ট জাল জব্দ করে মনাষ বাজারে নিয়ে এসে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। জাল গুলোর আনুমানিক বাজার মূল্য ১ লক্ষ ২০ হাজার টাকা।

ক্ষতিকর এইসব জালে দেশীয় প্রজাতির মাছগুলো সহ পানিতে থাকা অন্যান্য উদ্ভিদগুলোও এই সব জালের কবলে পড়ে নষ্ট হয়ে যাচ্ছে।

অভিযানের খবর পেয়ে অসাধু মাছ শিকারীরা আগেই গা-ঢাকা দিয়েছে।

মনাষ বাজারে জাল পুড়ে শেষ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ববি উপস্থিত সাধারণ মানুষের উদ্দেশ্যে বলেন আপনারা সবাই একটু সচেতন হোন। দেশীয় প্রজাতির মাছগুলো রক্ষা করুন। খড়া জাল, চায়না দুয়ারী জাল সহ যতো ধরনের ক্ষতিকর জাল আছে এইসব জাল ব্যবহার পরিহার করুন। আমাদের এই অভিযান চলমান থাকবে।

এই সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার তরিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওবায়দুল্লাহ খান, বারহাট্টা থানা পুলিশ, স্থানীয় লোকজন সহ সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।