মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী :
সেনবাগ স্কাউটস কর্তৃক উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইফুল আলম দিপু’র বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (০২ জুলাই ) “স্কাউটিং করবো,স্মার্ট বাংলাদেশ গড়বো” এ প্রতিপাদ্যকে সামনে রেখে
বাংলাদেশ স্কাউটস, সেনবাগ উপজেলার প্রধান পৃষ্ঠপোষক উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইফুল আলম দিপু’র বরণ অনুষ্ঠান বিকেল ৫টায় উপজেলা পরিষদ সভা কক্ষে বাংলাদেশ স্কাউটস সেনবাগ উপজেলার আয়োজনে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সেনবাগ উপজেলার প্রধান পৃষ্ঠপোষক উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইফুল আলম দিপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সেনবাগ উপজেলা পরিষদের পুনঃ নির্বাচিত ভাইস-চেয়ারম্যান ও সেনবাগ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ গোলাম কবির। নব নির্বাচিত উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান জাহানারা বেগম ও ৭নং মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফিরোজ আলম রিগান।
উক্ত বরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সভাপতি বাংলাদেশ স্কাউটস সেনবাগ ও সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার জিসান বিন মাজেদ।
সঞ্চালনা করেন, বাংলাদেশ স্কাউটস সেনবাগ উপজেলার সম্পাদক মোঃ সফিকুজ্জামান সিমু।
এসময় প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের ফুল দিয়ে বরণ করা হয়।
বরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ স্কাউটস সেনবাগ উপজেলার সহ-সভাপতি ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোস্তফা হোসেন, সহ-সভাপতি ও সেনবাগ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ, সহ-সভাপতি ও টুংকু আবদুর রহমান মেমোরিয়াল একাডেমির প্রধান শিক্ষক মো: শরিফুল ইসলাম, সহ-সভাপতি ও উত্তর অর্জুনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকেয়া বেগম, কমিশনার ও উত্তর গোরকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এএনএম শহীদ উল্যাহ, সহকারী কমিশনার ও ছাতারপাইয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ ইসমাইল, সহকারী কমিশনার ও পশ্চিম ইয়ারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাং নুর উল্যাহ, সহকারী কমিশনার ও কুতুবের হাট উচ্চ বিদ্যালয়ের ইউনিট লিডার মো: ফারুক হোসেন, সহকারী কমিশনার ও উত্তর অর্জুনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাব লিডার নুর হোসাইন সুমন, যুগ্ম সম্পাদক ও সহকারী শিক্ষক সেনবাগ আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আবুল বাসার, কাব লিডার ও সেনবাগ আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক উডব্যাজার মো: জিয়াউর রহমান, পদাধিকার সদস্য ও সেনবাগ ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মো: আমিরুজ্জামান, গ্রুপ সভাপতি প্রতিনিধি ও এম এম চৌধুরী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ওয়াজি উল্যাহ, গ্রুপ সভাপতি প্রতিনিধি ও মইজদিপুর দাখিল মাদ্রাসার সুপার মো: নুরুল ইসলাম, সহযোজিত সদস্য ও শহীদ তরিক উল্যাহ বীর বিক্রম মুক্ত দলের সভাপতি উডব্যাজার মুহাম্মদ আবু তাহের, সহযোজিত সদস্য ও ইয়ারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাব লিডার আসমাউল হুসনা।
এসময় আরো উপস্থিত ছিলেন, সেনবাগ উপজেলার প্রশাসনিক কর্মকর্তা আবু বক্কর ছিদ্দিক সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
অতঃপর বাংলাদেশ স্কাউটস সেনবাগ ও সেনবাগ উপজেলার নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়।