কাঁঠালের রাজধানী বলা হয় ঢাকার গাজীপুর জেলাকে।

রাকিবুল ইসলাম গাজীপুর প্রতিনিদি

গাজীপুর কাঁঠালের জন্য খুবই বিখ্যাত একটি জায়গা। প্রতি মৌসুমে গাজীপুর জেলায় বাংলাদেশের সব থেকে বেশি কাঁঠাল ফলন হয়। প্রতি বছরের মতো এবারও জমে উঠেছে গাজীপুরের কাপাসিয়া রায়েত কাঁঠালের বাজার সকাল থেকে ক্রেতা বিক্রেতার মুখরিত থাকে বিকাল পর্যন্ত। এই বাজারে প্রতিদিন কাঁচা কাঁঠাল বিক্রি করা হয় প্রায় ৭ থেকে ৮ লক্ষ টাকার মতো বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। এই বাজারে কাঁঠাল কিনতে বির করেন দেশের বিভিন্ন পাইকার রা ঢাকা-চট্টগ্রাম সিলেট সুনামগঞ্জ রাজশাহী পাবনা নেত্রকোনার রংপুর খাগড়াছড়ি বুলা সহ সারা দেশথেকে আসে পাইকার রা। বাজারে রাস্তাঘাট এবং যোগাযোগ ব্যবস্থা ভাল থাকার কারণে পাইকার রাও কাঁঠাল কিনে সুন্দর ও ভালোভাবে কাঁঠাল গুলো তাদের গন্তব্যস্থলে পৌঁছাতে পারে বলে জানিয়েছেন সকল ব্যবসায়ীরা
এই গরমের মাঝে কাঁঠালের চাহিদাটা একটু কম বলে জানিয়েছেন ব্যবসহীরা । এবং কাঁঠালের মৌসুম এর আগের তুলনায় এখন কাঁঠালের দাম অনেকটাই কম। ব্যবসায়ীর আরো বলেন আগে যে কাঁঠালের দাম ১০০ টাকা ছিল সেই কাঁঠালের দাম এখন ৪০থেকে ৫০ টাকা করে বিক্রি করতে হচ্ছে ।