today visitors: 5073432

আজ অনুষ্ঠিত এইচএসসি সকল পরীক্ষার্থীদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানান গোয়েন্দা শাখা ( ডিবি)

মোঃ আলমগীর হোসেন বিশেষ প্রতিনিধি ময়মনসিংহ

আজ অদ্যইং ৩০/৬/ ২০২৪ তারিখ রোজ রবিবার
ময়মনসিংহ শহরে এইচএসসি পরীক্ষার্থীদের যানজটজনিত সমস্যার কারণে সময়মত পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হওয়ার জন্য ময়মনসিংহ জেলা পুলিশ বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। পুলিশ সুপার মাছুম আহমেদ ভূইয়া মহোদয়ের দিকনির্দেশনায় ডিবি ওসির নেতৃত্বে ৩টি গাড়ি ও ১৪ টি মোটরসাইকেল নিয়ে একটি বিশেষ রেসকিউ মোবাইল টিম গঠন করা হয়েছে। উক্ত টিম গুলির অবস্থান
১.কেওয়াট খালি মোর (এএসআই(নিঃ) মোঃ নজরুল ইসলাম, মোবাইল-০১৭১২-৯৭৫৫১৮
২.পাঠগুদাম ব্রিজ মোড় (এএসআই(নিঃ) সোহেল আহম্মেদ, মোবাইল-০১৭২১-৭৯২১৩০
৩.গাঙ্গিনাপার ট্রাফিক মোড় (এএসআই (নিঃ) আঃ মজিদ-২, মোবাইল-০১৭১১-৩৭৪২৭৩
৪.তাজমহল মোড় (এএসআই(নিঃ) রিফায়েত উল্লাহ ভূইয়া, মোবাইল-০১৭০৯-৩৩১৪৬৪
৫.চরপাড়া ট্রাফিক মোড় (এএসআই(নিঃ) মোঃ আব্দুল মজিদ-১, মোবাইল-০১৭১৪-৭৩৮০৩০
৬.মাসকান্দা বাস স্ট্যান্ড (এএসআই(নিঃ) মোঃ শমসের আলী, মোবাইল- ০১৮১৫-৩২৩৩৯৫
৭.দিগার কান্দা বাইপাস মোড় (এএসআই(নিঃ) লোকমান আহমেদ, মোবাইল-০১৭১৫-৭৩৪০১২
৮.আকুয়াবাইপাস মোড় (এএসআ ই (নিঃ) শাহীন মিয়া, মোবাইল-০১৯১৬-০৩৯২৬৬
৯.রহমতপুর বাইপাস মোড় (এএসআই(নিঃ) মোজাম্মেল হোসেন, মোবাইল-০১৭৩৯-৯০৩৫৮০
১০.কাঠগোলা বাজার। (এএসআই(নিঃ) আমিরুল ইসলাম, মোবাইল-০১৭১৬-৬৩৪৩৭৩
মোঃ ফারুক হোসেন অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি)
সকল পরীক্ষার্থীদের যাতায়াত নির্বিঘ্ন করতে ময়মনসিংহ ডিবি টিমগুলো উল্লেখিত সংশ্লিষ্ট এলাকাতে অবস্থান করবে। এবং আরো বলেছেন মোঃ ফারুক হোসেন অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা ডিবি যাতে পরীক্ষার্থীদের কোন সমস্যা না পড়তে হয়। সেই জন্য তাদের সার্বিক সহযোগিতা সব সময় শিক্ষার্থীদের যাতায়াত শুব্যবস্থা করতে। তাদের টিম সবসময় সর্বদাই মাঠে কাজ করবেন।