স্টাফ রিপোর্টার - ইমরান হক
২৬ জুন, ২০২৪ খ্রিঃ তারিখে রাত ৮:৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে মতলব উত্তর থানাধীন ছেঙ্গারচর পৌরসভাস্থ জোড়খালী সাকিনস্থ সরকার বাড়ী ধৃত আসামী মেহেদী হাসান এর বসত ঘরের পশ্চিম পার্শ্বের রুম, খাটের নীচে গ্রেফতারকৃত আসামী .০১। মোঃ জাহিদ(১৯), পিতা-মোঃ রবিউল্যাহ, মাতা-জাহানারা বেগম ,স্থায়ী: গ্রাম- দশানী (বেপারী বাড়ী) , উপজেলা/থানা- মতলব উত্তর, জেলা -চাঁদপুর, ২. মোঃ মেহেদী হাসান(৩০), পিতা-মোহাম্মদ আলী, মাতা-রাবেয়া খাতুন ,স্থায়ী: গ্রাম- জোরখালী (সরকার বাড়ী) , উপজেলা/থানা- মতলব উত্তর, জেলা –চাঁদপুর'দ্বয়ের হেফাজত হতে কাঁচের কর্কযুক্ত ১০(দশ) বোতল বিদেশী মদ (হুইসকী), প্রতিটির ওজন ০১লিটার করে সর্বমোট (১X১০)=১০ (দশ) লিটার (আনুমানিক মূল্য ৫০,০০০৳/ পঞ্চাশ হাজার টাকা) উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীদ্বয় জানায় যে, তারা পার্শ্ববর্তী নারায়নগঞ্জ জেলা হতে স্বল্প মূল্যে বিদেশী মদ (হুইসকী) ক্রয় করে অত্র থানা এলাকায় বেশি দামে বিক্রি করে মর্মে স্বীকার করে।
ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সম্মূখে ধৃত ০১নং আসামী মোঃ জাহিদ (১৯) এর ডান হাতে থাকা নীল রঙ্গের শপিং ব্যাগের ভিতরে ০২ (দুই) বোতল বিদেশী মদ (হুইসকী) এবং ০২নং আসামী মোঃ মেহেদী হাসান (৩০) এর তথ্যের ভিত্তিতে উক্ত আসামীর বসত ঘরের পশ্চিম পার্শ্বের রুমের খাটের নিচে তল্লাশী করে ০১টি কালো রংয়ের ট্রলি ব্যাগের ভিতর ০৮ (আট) বোতল বিদেশী মদ (হুইসকী) সহ সর্বমোট কাঁচের কর্কযুক্ত ১০(দশ) বোতল বিদেশী মদ (হুইসকী), প্রতিটির ওজন ০১লিটার করে সর্বমোট (১×১০)=১০ (দশ) লিটার উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামী ১. মোঃ জাহিদ(১৯), পিতা-মোঃ রবিউল্যাহ, মাতা-জাহানারা বেগম ,স্থায়ী: গ্রাম- দশানী (বেপারী বাড়ী) , উপজেলা/থানা- মতলব উত্তর, জেলা -চাঁদপুর, ২. মোঃ মেহেদী হাসান(৩০), পিতা-মোহাম্মদ আলী, মাতা-রাবেয়া খাতুন ,স্থায়ী: গ্রাম- জোরখালী (সরকার বাড়ী) , উপজেলা/থানা- মতলব উত্তর, জেলা –চাঁদপুর এবং পলাতক আসামী ০৩। মোঃ জাহিদুল হক প্রকাশ ঝিকু (২১) পিতা- দাদন মুন্সি, সাং- বারআনী, ০১নং ওয়ার্ড, ছেঙ্গারচর পৌরসভা, ও ০৪। মোঃ কাজল (৩৫) পিতা- শামসুল হক গাজী, সাং- জোরখালী (গাজী বাড়ী) উভয় থানা- মতলব উত্তর, জেলা- চাঁদপুরদের বিরুদ্ধে মতলব উত্তর থানার ,এফআইআর নং-৩৪, তারিখ- ২৭ জুন, ২০২৪; জি আর নং-১৮৮, তারিখ- ২৭ জুন, ২০২৪; ধারা- ৩৬(১) সারণির ২৪(ক)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
চাঁদপুর জেলাকে মাদক মুক্ত করা এবং মাদকের ভয়াল গ্রাস থেকে তরুণ প্রজন্ম ও যুব সমাজকে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ চাঁদপুর জেলা পুলিশ। মাদকের বিরুদ্ধে এই অভিযান চলমান থাকবে।
মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম, পিপিএম (বার) , পুলিশ সুপার, চাঁদপুর এর দিক নির্দেশনায়, অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হোসেন, মতলব উত্তর থানা এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ রমিজ উদ্দিন সংগীয় অফিসার সহ মতলব উত্তর থানার একটি চৌকস দল উক্ত মাদক অভিযান পরিচালনা করেন।