today visitors: 5073432

চাঁদপুর জেলায় Approach to management of snakebite and community awareness শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

আজ ২৬ জুন ২০২৪ তারিখে চাঁদপুর জেলায় Approach to management of snakebite and community awareness শীর্ষক আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলার সম্মানিত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কামরুল হাসান।

২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল, চাঁদপুর এর সুপারিন্টেন্ডেন ড. একেএম মাহবুবুর রহমান এর সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন সিভিল সার্জন ড. মোহাম্মদ শাহাদাত হোসেন, বিএমএ সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিশিষ্ট ডক্টরগণ ও সংশ্লিষ্ট অংশীজন।

মূল প্রবন্ধ উপস্থাপনা করেন ড. মো. নোমান হোসাইন, সহযোগী অধ্যাপক, চাঁদপুর মেডিকেল কলেজ।

জেলা প্রশাসক তাঁর বক্তব্যে বলেন, সাপে কামড়ালে ওঝা বা বেদে-বেদেনীদের কাছে না গিয়ে দ্রুত নিকটস্থ সরকারি হাসপাতালে যান। উপজেলা, জেলা ও মেডিকেল কলেজ হাসপাতালে বিনামূল্যে সর্পদংশনের বিজ্ঞান সম্মত চিকিৎসা ব্যবস্থা রয়েছে। সঠিক প্রাথমিক চিকিৎসা, সময়মত ও রোগীকে দ্রুত হাসপাতালে প্রেরণ ও দ্রুত যথাযথ চিকিৎসার মাধ্যমে সর্পদংশনে মৃত্যুর হার বহুলাংশে কমিয়ে আনা সম্ভব। দেশে পর্যাপ্ত পরিমাণ বিষের প্রতিষেধক বা অ্যান্টিভেনম আছে। সব জায়গায় হাসপাতালগুলোয় অ্যান্টিভেনম রাখার নির্দেশ দেওয়া হয়েছে।