today visitors: 5073432

গৌরীপুরে বর্ণিল আয়োজনে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মোঃ মনিরুল ইসলাম খান, ময়মনসিংহ প্রতিনিধি:

ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় সংগ্রাম, উন্নয়ন, অর্জন ও দীপ্তময় পথচলার প্রাচীনতম রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগের ৭৫তম (প্লাটিনাম জয়ন্তী) প্রতিষ্ঠা বার্ষিকী বর্ণিল আয়োজনে উদযাপন করা হয়েছে। আজ ২৩ জুন সকাল ১১ ঘটিকায় গৌরীপুর মহিলা ডিগ্রী কলেজ অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আওয়ামীলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সভাপতিত্ব করেন গৌরীপুরের মাননীয় সংসদ সদস্য ও গৌরীপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট নিলুফার আনজুম পপি। আলোচনা সভার পূর্বে তিনি আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে বর্ণাঢ্য র‍্যালি বের করে উপজেলার চত্বরের বিভিন্ন পয়েন্ট প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে উপজেলা আওয়ামীলীগের
অস্থায়ী কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উত্তোলন করেন ও বেলুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কার্যক্রম শুভ উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, গৌরীপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক ভার প্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্ধা ডা: মোহাম্মদ হেলাল উদ্দীন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মোঃ আবদুর রহিম, পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান আলী আহাম্মদ খান পাঠান সেলভী, সাবেক উপজেলা চেয়ারম্যান মোফাজ্জ্বল হোসেন খান, সাবেক কাউন্সিলর আবদুল কাদির, মো: মিজানুর রহমান রতন, এ এস এম দেলোয়ার হোসেন সাঈদ, মনাটি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো: কামরুজ্জামান কামরুল মাষ্টার, শ্যামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো: আল ইমরান, এম পি মহোদয়ের ব্যক্তিগত সহকারী শাকিল মাহমুদ সহ উপজেলা আওয়ামীলীগ ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

পতাকা উত্তোলন শেষে মাননীয় সংসদ সদস্য বঙ্গবন্ধু চত্বরে পুষ্পমালা অর্পন করেন। এ্যাডভোকেট নিলুফার আনজুম পপি বলেন, “আমি গৌরীপুরের সকল মানুষের এমপি, দল বল নির্বিশেষে সকলে আমার কাছে সমান। আমি গৌরীপুরে আওয়ামীলীগের মধ্যে কোন গ্রুপিং রাজনীতি দেখতে চায় না। আমার কাছে দলের নেতাকর্মীরা আসলে আমি সকলকেই মূল্যায়ন করি। আজকে আওয়ামীলীগ সুসংগঠিত আছে বলেই আওয়ামীলীগ সরকার দেশ চালাচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রীর সহচর হিসাবে আমরা সংসদ সদস্যরা কাজ করছি স্মার্ট বাংলাদেশ গঠন করার জন্য।
আওয়ামীলীগ সংগঠিত বলেই আজ আমরা বর্ণিল আয়োজনে আওয়ামীলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে পেরেছি।”

আলোচনা সভা শেষে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।