স্টাফ রিপোর্টার - ইমরান হক
শনিবার(২২ জুন, ২০২৪খ্রিঃ) চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি মহোদয়ের সম্মেলন কক্ষে ২০৪১ সালের মধ্যে টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষে বাংলাদেশ সরকার কর্তৃক প্রনীত কর্মসূচীর অংশ হিসেবে জনাব নুরে আলম মিনা বিপিএম (বার), পিপিএম মহোদয় ও চাঁদপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম(বার) মহোদয়ের পক্ষে জনাব সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), চাঁদপুর এর সাথে কর্মসম্পাদন চুক্তি (APA) স্বাক্ষর করেন।
চট্টগাম রেঞ্জ ডিআইজি মহোদয় এপিএ লক্ষ্যমাত্রা অর্জনে পেশাদারিত্বের সাথে আন্তরিকভাবে দায়িত্ব পালনের জন্য পুলিশ সুপারদের প্রতি আহ্বান জানান।
এছাড়াও সরকারি কর্মকাণ্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিতকরণ এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে সরকারি কর্মসম্পাদন ব্যবস্থাপনা পদ্ধতির আওতায় বার্ষিক কর্মসম্পাদন চুক্তি প্রবর্তন করা হয়েছে। এ চুক্তিতে কৌশলগত উদ্দেশ্যেসমূহ, এসকল কৌশলগত উদ্দেশ্যে অর্জনের জন্য গৃহিত কার্যক্রম এবং এ সকল কার্যক্রমের ফলাফল পরিমাপের কর্মসম্পাদন সূচক ও লক্ষ্য মাত্রাসমূহ উল্লেখ রয়েছে।
এসময় রেঞ্জের সকল পুলিশ সুপারগন'সহ উধ্বর্তন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।