,আবার স্রোতের বিপরীতে হাটতে গিয়ে
ফুরিয়ে যায় দাঁড়িয়ে থাকার সম্ভাবনা , দুঃখের নদীতে সাতার দেয়া মানুষ আমি, ভাবতাম আমার মত অপদার্থ নেই! আবার দুঃখের সাগরে ভেসে যাওয়া একজন কে বলতে শুনেছি ভাগ্যে যা আছে তাই হবে,
বিধাতা মোরে ভিক্ষারি করেছে,
তোমারে করেছে আমীর…..
তাতে কি…….???
এক জীবনে সব আশা পুরণ হয় না….
পবিত্র ভালোবাসা ছাড়া মানুষের অন্তরাত্মা জয় করা যায়না….
ঝড় ওঠে, ঢেউয়ে ভেসে যায় কত শত স্বপ্ন
তবুও বেঁচে থাকি কারন কিছু মানুষ আমার জীবনীশক্তি, আমার জীবনে
পরিযায়ী ঋতু হয়ে ফিরে ঠিক পথ চিনে, জীবনটাতে একরত্তি আলোর ঝলকানি সম্ভাবনার দুয়ার খুলে দেয়, অথৈ সাগরে ভাসতে ভাসতে কিনারায় চাপে নোঙ্গর……
আমি আছি সুখে দুঃখে তোমাদের পাশে…..
.
শুভ সকাল