today visitors: 5073432

বুড়িতিস্তা নদীর তীর ভেঙ্গে কয়েকটি গ্রাম প্লাবিত

আব্দুর রাজ্জাক ,ডিমলা,নীলফামারী প্রতিনিধি:

নীলফামারীর ডিমলায় বালাপাড়া ও পশ্চিম ছাতনাই ইউনিয়নে নীলফামারী পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন বুড়িতিস্তা নদীর বাম তীর বন্যার পানিে ভেঙ্গে কালিগন্জ,শোভানগন্জ ও সুন্দর খাতা সহ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। বৃহস্পতিবার (২১ জুন) ভোররাতে উজানের ঢল আর ভারি বৃষ্টিপাতের ফলে বুড়িতিস্তা নদীর বাম তীর ভেঙ্গে ক্ষতিগ্রস্থ হওয়ায় অত্র এলাকার কৃষকের আমন ধানের চারা তলিয়ে গেছে তৎসঙ্গে তলিয়ে গেছে বিভিন্ন সবজীর ফসল। এলাকাবাসীর দাবী বুড়িতিস্তা নদীর বাম তীর বাঁধটি দ্রুত সংস্কার করা হোক তা না হলে কৃষি জমিতে কোন ফসলেই চাষাবাদ করা যাবে না। ইতি পুর্বৈ নীলফামারী পানি উন্নয়ন বোর্ড বাঁধটির ভাঙ্গা অংশ মেরামত করে। বর্তমানে বাঁধের উজানে ছুই ছুই পানি সেই পানির জোয়ারের ফলে কিছু জায়গায় ধস নেমেছে। স্থানীয়রা জানান, বুড়ি তিস্তা নদীর মুল বাঁধের ৭০ মিটার ভেঙ্গে যায়। বুড়ি তিস্তা নদী খনন সহ বাঁধটি দীর্ঘমেয়াদী টেকসই পরিকল্পনা নিয়ে উচু করলে নদীর পানি ফসলি জমিতে ঢুকতে পারবে না। অত্যন্ত ৮/১০ টি গ্রামের কয়েক হাজার মানুষ প্রতিদিন ওই সড়ক দিয়ে উপজেলা সদরে যাতায়াত করে। বাঁধটি ভেঙ্গে যাওয়ায় এসব গ্রামের হাজারও মানুষ বিপাকে পড়েছে। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সেকেন্দার আলী আলী বলেন, ঐ এলাকার বাঁধটি ভেঙ্গে যাওয়া ৩-৪ শত একর জমি সাময়িক পতিত থাকবে। বন্যায় ক্ষতিগ্রস্থ্যদের সার্বিক সহযোগীতা করা হবে জানান তিনি। এ বিষয়ে জানতে চাইলে নীলফামারী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আতিকুর রহমান বলেন, বাঁধ ভেঙ্গে যাওয়ার বিষয়টি জানতে পেরেছি। তবে বিষয়টি উদ্ধর্তন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।