today visitors: 5073432

চাঁদপুরে দুর্নীতি দমন কমিশন-এর গণশুনানি অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার – ইমরান হক

“স্মার্ট বাংলাদেশে শুনি, উন্নয়নের দীপ্ত সুর / দুর্নীতি মুক্ত রাখবো, ইলিশের বাড়ি চাঁদপুর।” এই প্রতিপাদ্যে বুধবার(১২ জুন) চাঁদপুর দুর্নীতি দমন কমিশন (দুদক) এর আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে গণশুনানি অনুষ্ঠিত হয়। এই গণশুনানির উদ্দেশ্য ছিল জনগণের অভিযোগ শোনা এবং দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি করা। জনাব কামরুল হাসান, জেলা প্রশাসক, চাঁদপুর এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব খোরশেদা ইয়াসমিন, এনডিসি, সচিব, দুর্নীতি দমন কমিশন এবং বিশেষ অতিথি হিসেবে জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম-বার এর পক্ষে প্রতিনিধিত্ব করেন জনাব সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), চাঁদপুর।

অনুষ্ঠানে চাঁদপুরের সরকারি কর্মকর্তাগণ, সাংবাদিকগণ এবং সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তারা জনগণের বিভিন্ন অভিযোগ শুনেন এবং তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দেন।

অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদোন্নতি প্রাপ্ত) সুদীপ্ত রায় বিশেষ অতিথির বক্তব্যে বলেন, “দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে। জনসচেতনতা এবং সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে আমরা দুর্নীতি প্রতিরোধ করতে পারি।” তিনি আরও জানান, “পুলিশ বিভাগ দুর্নীতি দমন কমিশনের সঙ্গে যৌথভাবে কাজ করছে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।”

অনুষ্ঠানে উপস্থিত জনগণ তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং সমস্যা সমাধানের জন্য দুদক এবং স্থানীয় পুলিশ-প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। জেলা প্রশাসন ও জেলা পুলিশের কর্মকর্তারা জনগণের সমস্যার তাৎক্ষণিক সমাধানের প্রতিশ্রুতি দেন এবং ভবিষ্যতে আরও গণশুনানির আয়োজন করার পরিকল্পনা ঘোষণা করেন।

এই গণশুনানির মাধ্যমে চাঁদপুরে দুর্নীতির বিরুদ্ধে একটি শক্তিশালী বার্তা প্রেরিত হয়েছে এবং জনগণের মধ্যে আস্থা বৃদ্ধি পেয়েছে। দুর্নীতি দমন কমিশন ও পুলিশ বিভাগের যৌথ প্রচেষ্টায় চাঁদপুরে দুর্নীতিমুক্ত সমাজ গঠনের আশা করছেন উপস্থিত জনগণ।

এর আগে মঙ্গলবার (১১ জুন) সন্ধ্যায় জনাব খোরশেদা ইয়াসমিন, এনডিসি, সচিব, দুর্নীতি দমন কমিশন মহোদয় চাঁদপুর সার্কিট হাউজে আগমন করলে চাঁদপুর জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচছা ও অভিনন্দন জানান জনাব সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), চাঁদপুর।