প্রিয় পৌরবাসি, আমি রফিকুল ইসলাম মন্ডল বুলবুল আপনাদের সন্তান হিসেবে পাশে ছিলাম, পাশে থাকতে চাই। তাছাড়া রাজনীতির মাঠে আপনাদের এই সন্তানটি পরিক্ষিত। বিগত ৫ বছর আমার উপর অর্পিত দায়িত্ব অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করেছি। সেসময় কাজের কোনো প্রকার গাফিলতি করিনি। উপজেলা ভাইস চেয়ারম্যান থাকাকালীন সময়ে বিদ্যালয়ের অবকাঠামোর উন্নয়ন, শিক্ষার মান বাড়ানো, নতুন ভবন নির্মাণে ব্যাপক কাজ করেছি। যেটা দিনের আলোর মতো স্পষ্ট। আমি আমার দীর্ঘ রাজনৈতিক জীবনে দলের জন্য নির্যাতিত হলেও কখনো বিন্দুমাত্র ক্ষমতার অপব্যবহার করিনি। আশা করি এ বিষয়টিতে কারোর দ্বিমত নাই। তাছাড়া কর্মিবান্ধব রাজনীতি করেছি, এডভোকেট রহমত আলী সাহেবে সাথে থেকে শ্রীপুরের প্রত্যেকটি এলাকায় যাওয়ার সৌভাগ্য হয়েছে। সেইসাথে এটাও স্পষ্ট করে বলতে পারি, টাকার পেছনে ছুটি নাই, নীতি ও আদর্শের রাজনীতি করেছি। নিজের জন্য কিংবা পরিবারের জন্য কিছু করতে না পারলেও এলাকার মানুষের জন্য কাজ করে গেছি। গুন্ডা বাহিনী নেই আমার তবে কর্মী তৈরি করেছি। কারো জমিতে খুটি গাড়ি নাই কিংবা অন্যের সম্পদ জবর দখল করিনি। সেদিক দিয়ে অন্যদের থেকে আপনাদের সন্তান- ভাই বুলবুল পরিক্ষিত। আর শ্রীপুরে সন্তান হিসেবে শ্রীপুর পৌরসভার সেবক হওয়ার অবশ্যই দাবী রাখতে পারি।
সুযোগ দিন, বড় বড় কথা না বলে কাজ করে দেখিয়ে দিব। আমি কাজের লোক, এবং পৌরসভার প্রত্যেকটি কাজের জবাবদিহিতা নিশ্চিত করাই আমার লক্ষ্য থাকবে। তাছাড়া সকল প্রকার সিন্ডিকেট, অনিয়ম, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স থাকবে। সেই সাথে একটি বিষয় সবাইকে অবগত করতে চাই, নিজের দায়িত্ব পালনে ব্যর্থ হলে অকপটে ব্যর্থতা স্বীকার করে পদত্যাগ করব। কখনোই জনগণের ঘাড়ে বোঝা হিসেবে চেপে বসব না।
পরিশেষে পরিবর্তনের গল্প শোনাই, কিছু করে দেখানোর অঙ্গিকার করলাম। দীর্ঘদিনের ঝেকে বসা আপদ, অনিয়ম দুর্নীতি রুখতে সকলের সহযোগিতা চাই। দোয়া ও সমর্থন চাই। জয় বাংলা জয় বঙ্গবন্ধু।
মেয়র প্রার্থী
রফিকুল ইসলাম মন্ডল বুলবুল
সাবেক ভাইস চেয়ারম্যান, ও সভাপতি শ্রীপুর পৌর আওয়ামীলীগ।