জীবনের মঞ্চে সুখ আর যাতনা
পালাক্রমে ঘটে যায় সবি।
জীবনের পথে ভুবনের সাথে
প্রতি বাঁকে পথও রয় বাঁ*কা,
সরল মনের মানুষ হলেই
সেই পথে যায় টিকে থাকা।
মানুষ কাব্যের শিরোনাম হলে
জীবনটা তাঁরই মহাকাব্য,
ব্যর্থতা পেয়ে প*রা*জয় নয়
কর্মের আগেই ফলাফল ভাববো।
ধৈর্যের প*রা*জয় হলে পরে
নিজ হাতে জীবনের হ*ত্যা,
ধৈর্যের ফলাফল অমৃত সম
যদিও বলেন সৃষ্টিকর্তা।
অতি সুখে হই অ*হং*কারী
বেশী বে*দনাতে কাতর,
আত্মাকে রাখি মুক্তভাবে
দেহখানি আত্মার চাদর।
কেউ যদি চলে যায় কভু
মায়ার বাঁধন ছিন্ন করে,
জীবনের প্রতি প্রহর অবিরত চলমান
থামিবে না কাহারো তরে।
হাসি আর কা*ন্না*য়
পাড়ি দেবো জীবনের পথে,
জীবনের যু*দ্ধে বাঁচাটাই বীর
কেবলই কবির মতে।"
কবিতাঃ- জীবনের পথে
কলমেঃ-আব্দুল কুদ্দুস রবি
রচনাকালঃ- ৩১-১০-২০১৯ ইং| বৃহস্পতিবার
•সংগৃহীত ছবি