today visitors: 5073432

সুযোগ দিন একটি মডেল পৌরসভা উপহার দিব || বুলবুল মন্ডল

হাজার বছরের ঐতিহ্যবাহী অঞ্চল ভাওয়াল গড়। এই উপজেলায় জন্মগ্রহণ করেছেন অনেক কীর্তিমান পুরুষ কীর্তিমান মানুষ। মহান মুক্তিযুদ্ধের সময় এখানকার মানুষের গৌরবোজ্জ্বল ভূমিকা ছিল। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধাগণ এই জনপদকে পুরোপুরি পাকিস্তানি হানাদার মুক্ত রেখেছেন। মানুষ তাদের শৌর্য বীর্য ও অসীম সাহস নিয়ে মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। স্বাধীনতার ৫২ বছর পরেও আমরা দেখেছি কিংবদন্তি রহমত আলী এই ভূখণ্ডের জন্য কতটুকু অবদান রেখে গেছেন। মহান মুক্তিযুদ্ধে এই অঞ্চলের মানুষের অবদান জাতি শ্রদ্ধার সাথে স্মরণ করে।

আজকে ইস্পাত কঠিন দৃঢ় নেতৃত্ব, দূর দৃষ্টি সম্পন্ন সুকৌশলী নেতৃত্ব হলে টেকসই উন্নয়ন অর্জিত হবে। বাস্তবতা ভিত্তিক বহুমাত্রিক উদ্যোগ নিতে পারলে শ্রীপুর পৌরসভা এগিয়ে যাবে দ্রুতগতিতে। তরুণ সমাজের সৃজনশীলতা, মনোবল, শক্তি, মেধা জ্ঞান কাজে লাগাতে পারলে, ধীশক্তি কাজে লাগাতে পারলে এগিয়ে যাবে আমাদের প্রাণের জন্মভূমি শ্রীপুর। দুঃখের সাথে বলতে হয় আমাদের প্রিয় শ্রীপুর আজ নানান সংকটের আবর্তে নিমজ্জিত। এখনই যথাযথ উদ্যোগ না নিলে সামনে আমাদের জন্য ঘোরতর অমানিশা অপেক্ষা করছে। সমস্যা চিহ্নিত করে সমাধান বিষয়ে আমাদের সার্বিকভাবে কাজ করতে হবে। আসন্ন পৌরসভা নির্বাচনে আমি রফিকুল ইসলাম মন্ডল বুলবুল অংশগ্রহণ করতে ইচ্ছুক। নির্বাচিত হলে পৌরসভার নাগরিকদের সমন্বয়ে সকল পরিকল্পনা হাতে নিব।

নেতার থাকতে হবে অদম্য সাহস, উদ্যোগ, সৃজনশীলতা দূরদৃষ্টি সম্পন্ন গুণ, তীক্ষ্ণ দৃষ্টি, অসীম জ্ঞান, সহিষ্ণুতা, একজন নেতার দৃঢ় মনোবল সাহসী নেতৃত্ব তরিৎ সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা সবকিছুর ঊর্ধ্বে উদার মানবিক দৃষ্টিভঙ্গি দরকার। বাড়াবাড়ি খামখেয়ালী জবরদস্তি মূলক অদক্ষ জনসম্পৃক্ততাহীন অহংকারী নেতৃত্ব আমাদের শেষ করে দিচ্ছে। একজন দক্ষ নেতৃত্ব হলে অর্থনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক পরিমণ্ডলে ভবিষ্যতের পথে অগ্রযাত্রা সম্ভব হবে। ভালো নেতা পেলে শ্রীপুর একটি মডেল পৌরসভা হিসাবে গড়ে উঠবে। এই সাফল্য ও অর্জন নির্ভর করে আগামী নির্বাচনের মাধ্যমে আমাকে মেয়র পদে নির্বাচিত করার উপর। একটি সুখী সমৃদ্ধ সমতা ও ন্যায়বিচার ভিত্তিক শ্রীপুর গড়ে তুলতে আমি বদ্ধ পরিকর।

প্রিয় পৌরবাসি,
আলোকোজ্জ্বল পথে চলার জন্য আমাকে একটি সুযোগ দিন। নিরলস পরিশ্রম করে কাজ করে জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করবোই ইনশাআল্লাহ। আপনাদের নিরঙ্কুশ সমর্থন ও সহযোগিতায় শ্রীপুর পৌরসভা মাথা উঁচু করে দাঁড়াবে ইনশাআল্লাহ। আসন্ন নির্বাচনে মেয়র পদে নির্বাচিত করলে একটি সুখী সমৃদ্ধ সমতা ও ন্যায়বিচার ভিত্তিক পৌরসভা বিনির্মাণে অগ্রসরমান হব ইনশাআল্লাহ।
আমি যে অপ্রতিরোধ্য অগ্রযাত্রার কথা বলছি তা বাস্তবায়নের জন্য অবশ্যই আমাকে সমর্থন দিয়ে শক্তিশালী করতে হবে।

সম্মানিত শ্রীপুর বাসী,
অতীতের সকল গ্লানি কলংক ব্যর্থতা পিছনে ফেলে সকলে মিলে উন্নয়নের শ্রীপুর আমরা করবোই করবো ইনশাআল্লাহ। চলার এই পথে সবাইকে পাশে চাই।

[] রফিকুল ইসলাম মন্ডল বুলবুল