today visitors: 5073432

ঘূর্ণিঝড় রেমালের আঘাতে জনজীবন বিপর্যস্ত।

সেজন্য গাজীপুর -৩ আসনের অন্তর্গত প্রায় অনেক জায়গাতে গাছ ভেঙ্গে বিদ্যুৎ এর তার ছিড়ে যাওয়া থেকে শুরু করে, ট্রান্সফরমার ব্লাস্ট সহ নানান প্রতিকূলতার কারনে প্রায় দীর্ঘসময় ধরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন থাকায় জনজীবনে কিছুটা দুর্ভোগ নেমে এসেছিলো। আমি প্রতিনিয়ত বিদ্যুৎ অফিসের সাথে যোগাযোগ করেছি দ্রুত সময়ের মধ্যে বিদ্যুৎ সংযোগ দেবার জন্য৷ বিদ্যুৎ অফিস প্রাকৃতিক বিপর্যয়ের কারনে তারাও তাদের অসহায়ত্বের কথা জানিয়েছে। প্রাকৃতিক দূর্যোগের সময় বিদ্যুৎ সংযোগ চালু রেখে মেরামতের কাজ করলে সেটি ঝুকিপূর্ণ হয়ে যায় সাধারণ মানুষের জন্য৷ প্রাকৃতিক বিপর্যয়ের কারনে দীর্ঘসময় বিদ্যুৎ বিভ্রাটের জন্য আপনাদের সাথে আমিও ব্যথিত৷ কিছু কিছু জায়গায় বিদ্যুৎ চলে এসেছে, আর যেসকল জায়গায় বিদ্যুৎ সংযোগ এখনো আসেনি খুব দ্রুতই চলে আসবে আশা করছি।

রুমানা আলী এমপি,
প্রতিমন্ত্রী, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।