মোঃ আব্দুর রাজ্জাক ডিমলা প্রতিনিধি নীলফামারী
বর্তমানে সাংবাদিকতার শিক্ষাগত যোগ্যতা নিয়ে এতো প্রশ্ন কেন?? কেন ই বা পড়ে আছেন কে এইট ( ৮) পাশ নাকি ডিগ্রী পাশ ????
যে পাশই দেন না কেন? কোন লাভ নাই! সাংবাদিকতার সনদ পেলেই কি? আর না পেলেই কি? বেতন পেয়েছেন কয় টাকা? বেতন না পেলে, আপনার আমার আয়ের উৎস কি?
যদি সাংবাদিকতা, আপনাকে আমাকে অসৎভাবে জীবনযাপনে বাধ্য করে, তাহলে সাংবাদিকতা কোন সততা বলে ধরে রাখবেন? আর অসৎ ব্যক্তি কখনও দেশ ও জাতির মঙ্গল করতে পারে না!
সেটা সাংবাদিক হোক, বা প্রশাসনের লোক, বা নেতাজীরা হোক, বা আমলারা। বেতন নিয়ে আলোচনায় আসেন? বেতন দিতে না পারলে ঐ সব মিডিয়ায় নিউজ করা বন্ধ করুন? তাহলে ঐ সব মিডিয়া অটোমেটিক বন্ধ হয়ে যাবে! আর বাকিরা বেতন বোনাস ভাতা দিতে বাধ্য হবে। আর এভাবেই শিক্ষিত সাংবাদিকদের কদর আমলে আসবে।
এখন আপনারাই বলেন, বর্তমান অবস্থার প্রেক্ষিতে একজন সাংবাদিকের মিনিমাম বেতন কত হওয়া প্রয়োজন ?????