নিজস্ব সংবাদদাতাঃ
বাংলাদেশ রিভার ফাউন্ডেশন এর আয়োজনে এনভায়রনমেন্ট ভলান্টারিজম এর উপর লার্নিং স্কিলস এন্ডস বেনিফিট ওয়ার্কসপ অনুষ্ঠিত হয় শনিবার (১৮ মে ২০২৪) রাজধানীর মতিঝিলস্থ কিচেন ইয়ার্ড রেস্টুরেন্টের ভিআইপি হল রুমে। বাংলাদেশ রিভার ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রফেসর মোঃ মনির হোসেন এর সভাপতিত্ব অনুষ্ঠিত হয়।
উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন
নায়োকা মার্টিনেজ ব্যাকস্ট্রম (ফ্রাস্ট সেক্রেটারি, এনভায়রনমেন্টাল এন্ড ক্লাইমেট চেঞ্জ এন্ড ডিপুটি হেড,ডেভেলপমেন্ট কোঅপারেশন সেকশন, এম্বাসি অব সুইডেন।
প্রধান অতিথি হিসেবে (অনলাইনে উপস্থিত হয়ে) বক্তব্য রাখেন অ্যাডভোকেট সৈয়দা রিজওয়ানা হাসান (প্রধান নির্বাহী, বেলা)
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু(চেয়ারম্যান- প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন)
কর্মশালায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট পরিবেশ বিজ্ঞানী মোঃ মফিজুর রহমান (পোস্টদাম ইনস্টিটিউট পিআইকে,জামানী)
মোঃ এজাজ (চেয়ারম্যান- রিভার এন্ড ডেল্টা রিসোর্স সেন্টার)।
শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিসারিজ ডিপার্টমেন্টের চেয়ারম্যান মীর মোহাম্মদ আলী।
মাশাহেদ হাসান সীমান্ত (মোটিভেট স্পীকার ও এক্সিকিউটিভ এডুকেটর এন্ড লাইভ কোচ) সহকারী কমিশনার(ভূমি) সখিপুর, টাঙ্গাইল।
সকাল দশ ঘটিকায় কর্মশালা উদ্ভোধনের পর থেকে বিভিন্ন সেশনে প্রকৃতি পরিবেশ জলবায়ু পরিবর্তন ও বিরুপ প্রভাবের সৃষ্টি পতিকার, প্রতিরোধ বিষয়ে ভলান্টারিজমের উপর সচেতনতা সৃষ্টি করার বিভিন্ন বিষয়ে বক্তরা বক্তব্যে দিক তুলে ধরেন।
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, গবেষক, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দগন অংশ গ্রহন করেন।
অংশগ্রহণকারী সকলকে কর্মশালা শেষে সনদ প্রদান করা হয়। পাবনা জেলার বিশিষ্ট কবি কলামিস্ট সাংবাদিক ও গবেষক,
পরিবেশ-সম্প্রীতি-মানবাধিকার
রক্ষায় গ্রিন পিস বাংলা, গ্রিনপিস বাংলা, পাবনা জেলা শাখার সভাপতি ও চাটমোহর রিপোটার্স ইউনিটির সিনিয়র সহ-সভাপতি
প্রভাষক এস এম মনিরুজ্জামান আকাশও
অংশ গ্রহন করেন ও সনদ অর্জন করেছেন। তিনি তার বক্তব্যে জীব ও বৈচিত্র্য রক্ষায়, নদী ও জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে জনসচেতনতা বৃদ্ধি ও তৈরীতে ভলান্টারিজমে প্রতিশ্রুতিবদ্ধ ওয়াদা করেন।