মোঃ মোরশেদ আলম, স্টাফ রিপোর্টার;
নেত্রকোনার দুর্গাপুরে বেসরকারী উন্নয়ন সংস্থা দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে) সমৃদ্ধি কর্মসূচির আয়োজনে ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)এর সহযোগিতায় বিশ্ব মা দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকালে দুর্গাপুর ইউনিয়নের নলুয়াপাড়া প্রবীণ সামাজিক কেন্দ্রে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির ২ নং ওয়ার্ড কমিটির সভাপতি জসীমউদ্দীনের সভাপতিত্বে ও সমৃদ্ধি কর্মসূচির সমাজ উন্নয়ন কর্মকর্তা সায়েদুল ইসলামের সঞ্চালনায় আলোচনা করেন সমৃদ্ধি কর্মসূচির শাখা ব্যবস্থাপক মোরশেদ আলম, উদ্যোগ উন্নয়ন কর্মকর্তা চিনু রেমা,সাংবাদিক নূর আলম, ছাত্র নেতা জহির রায়হান, সফল জননী শরিফা খাতুন, শিক্ষিকা তানিয়া আক্তার ফাতেমা খাতুন, বুরহান উদ্দিন প্রমুখ।
আলোচনায় সারা বিশ্বের সকল মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালবাসা এবং কোন মা বাবাকে যেন বৃদ্ধাশ্রমে না রেখে, সন্তানদের কাছে রেখে ভরণপোষণ করা হয় তার জন্য সমাজ সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান আলোচকরা।