গৌরীপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশ্ব মা দিবস পালি
মোঃ মনিরুল ইসলাম খান, ময়মনসিংহ প্রতিনিধি
শেখ হাসিনার বারতা নারী পুরুষ সমতা, এই শ্লোগানকে সামনে রেখে আজকে ১২ মে ২০২৪ ইং ময়মনসিংহের গৌরীপুরে অফিসার্স ক্লাবে সকাল ১১:০০ ঘটিকায় বিশ্ব মা দিবস পালিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন, ১৪৮, ময়মনসিংহ-৩ সংসদীয় আসনের মাননীয় সংসদ সদস্য ও গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট নিলুফার আনজুম পপি মহোদয়।
গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাকিল আহমেদ এর সভাপতিত্বে উক্ত অনুষ্টানে সঞ্চালনা করেন গৌরীপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেহেনা আক্তার খাতুন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, গৌরীপুর উপজেলা ভূমি কমিশনার সুনন্দা সরকার প্রমা, উপজেলা কৃষি অফিসার নিলুফার ইয়াসমিন জলি, গৌরীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইকবাল আহমেদ নাসের, সুমন চন্দ্র রায় পি পি এম সেবা অফিসার ইনচার্জ গৌরীপুর থানা,
বীরমুক্তিযোদ্ধা ডাঃ হেলাল উদ্দিন, গৌরীপুর উপজেলা প্রকৌশলী অসিত বড়ন দেব, যুব উন্নয়ন কর্মকর্তা নন্দন কুমার দেবনাথ, প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা সোহেল রানা পাপ্পু, উপজেলা প্রোগ্রামার মোঃ আবুল কালাম আজাদ, মোঃ মিজানুর রহমান রতন, এ এস এম দেলোয়ার হোসেন সাঈদ,শ্যামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ আল ইমরান, শাকিল মাহমুদ, শাহিন আহমেদ শামীম, মোঃ আবদুর রব মাষ্টার, মোঃ মুনজুরুল হক মেম্বার এবং গৌরীপুর, পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রীবৃন্দ সহ সাংবাদিকগণ।
প্রধান অতিথির বক্তব্যে পপি এমপি মহোদয় বলেন, “মা বাবার মাধ্যমেই আমরা পৃথিবীতে এসেছি, মা দশমাস দশ দিন পেটে ধরে আমাদের জন্ম দিয়েছেন, তাই মায়ের অবদান কোন কিছুর বিনিময়ে পরিশোধ করা যাবে না। মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। সকল সন্তানের উচিত মাকে যথাযথ সম্মান করা। যদিও ১২ মে কে বিশ্ব মা দিবস ঘোষণা করা হয়েছে, তবে মাকে ভালবাসার জন্য নির্দিষ্ট কোন দিবসের প্রয়োজন নাই।”