today visitors: 5073432

দুর্জয় গাজীপুরের ক্যারিশমাটিক লিডার : বুলবুল মন্ডল

সময়ের রাজপথ কাঁপানো নেতা এডভোকেট জামিল হাসান দুর্জয় গাজীপুরবাসির হৃদয়ে নিজের জায়গা করে নিয়েছেন অন্য যে কোনো সময়ের চেয়ে। রাজপথে তৃণমূলের প্রতিটি নেতাকর্মিকে সাথে নিয়ে দেশবিরোধীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা এবং প্রতিহত করাই তার অনন্য দৃষ্টান্ত। করেছেন সহবস্থানের রাজনীতি। তৃণমূলের প্রতিটি নেতাকর্মির সুখে দুঃখে অভিবাবকের মতো পাশে থেকে দলের প্রতিটি কর্মসূচি সফল করেছেন। যার জনপ্রিয়তা গাজীপুরে অন্য যে কোন রাজনৈতিক নেতার চেয়েও শীর্ষে।

গাজীপুর -৩ আসন সুদীর্ঘ ৩৫ বছর ধরে আ’লীগের দখলে। এই আসন থেকে ৬ বার নির্বাচিত সাংসদ মরহুম এ্যাড. রহমত আলী সাহেব। তিনি মন্ত্রীসহ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের সভাপতির দায়িত্ব পালন করেছেন। প্রিয় নেতা এডভোকেট রহমত আলী সাহেব আজ আর আমাদের মাঝে নেই তবে তারই উত্তরসূরি হিসেবে রাজনীতিতে সক্রিয় আছেন দীর্ঘদিনের পরিক্ষিত পুত্র জামিল হাসান দুর্জয়। সৎ, উচ্চ শিক্ষিত, সুবক্তা, নিরহংকারি ও পিতার পদাঙ্ক অনুস্মরণ করে রাজনীতির পথ মসৃন করে চলছেন।

গাজীপুরে জনপ্রিয়তার সব সূচকে জামিল হাসান দুর্জয় রাজনীতির মাঠে একজন অপ্রতিদ্বন্দ্বি নাম। প্রতিটি বৈঠক, সভা-সমাবেশ, শোকসভা, রাজনৈতিক কর্মসূচি পরিণত হয় জনসমুদ্রে। বলাবাহুল্য শ্রীপুরে আজ মানুষের বাঁধভাঙ্গা জোয়ারে ভাসছেন এডভোকেট জামিল হাসান দুর্জয় ভাইয়ের রাজনৈতিক জনপ্রিয়তা যে তুঙ্গে এ কথা কারো অস্বীকার করার অবকাশ নেই। কেননা শ্রীপুরের মাটি ও মানুষের নেতা, সাবেক সাংসদ পুত্র জননেতা এডভোকেট জামিল হাসান দুর্জয় নৌকার পক্ষে যে গণজাগরণের সৃষ্টি করেছেন, তা প্রশংসনীয়।

এডভোকেট জামিল হাসান দুর্জয় এই অঞ্চলে
র তরুণ ও জনপ্রিয় রাজনীতিক। তিনি সাবেক সাংসদ সদস্য পুত্র ও কর্মী বান্ধব নেতা, সাধারণ মানুষ তার কাছে এসে প্রাণ খুলে কথা বলতে পারেন। তিনি এই জনপদের এক ও অভিন্ন কান্ডারী।