জামাল উদ্দীন,কক্সবাজার জেলা প্রতিনিধিঃ
টেকনাফ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিশেষ জোনের আভিযানিক দল ভাড়াবাসা তল্লাশী করে বালতি ভর্তি ৬০হাজার ইয়াবাসহ এক রোহিঙ্গা নাগরিককে গ্রেফতার করেছে। এই ঘটনায় স্থানীয় আরো দুইজন মাদক কারবারীকে পলাতক আসামী করে মামলা দায়ের করা হয়েছে।
সুত্র জানায়,গত ২রা মে রাত সাড়ে ১১টায় টেকনাফ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিশেষ জোনের পরিদর্শক বিদ্যুৎ বিহারী নাথ এর নেতৃত্বে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ সদর ইউপির ১নং ওয়ার্ড লেংগুরবিল মিঠাপানির ছড়ার অলি মাইজ্যার ভাড়াটিয়া কবির আহমদের ভাড়া করা বসত-ঘরে অভিযান চালিয়ে শয়ন কক্ষে অবস্থিত একটি লাল রঙের ঢাকনাযুক্ত হাতওয়ালা প্লাস্টিকের বালতির ভিতর হতে ৬০হাজার পিস ইয়াবাসহ থাইংখালী ২নং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মৃত কালা মিয়ার পুত্র কবির আহমদ (৩২) কে গ্রেফতার করা হয়। এসময় ঘটনাস্থল হতে লেঙ্গুরবিল মিঠা পানির ছড়ার মৃত গোলাম হোছাইনের পুত্র শামসুল আলম (৪২) এবং আবুল হোছনের পুত্র মোহাম্মদ ফারুক (২৪) পালিয়ে যায়।টেকনাফ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বিদ্যুৎ বিহারী নাথ বাদী হয়ে টেকনাফ মডেল থানায় দায়েরকৃত মামলা নং-১১,তারিখ-০৩-০৫-২৪ইংমূলে ধৃত ব্যক্তিকে হাতেনাতে আটক ।এবং অপর দুইজনকে পলাতক আসামী করা হয়েছে।
কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সোমেন মন্ডল জানান,মাদক বিরোধী বিশেষ অভিযানে বালতি ভর্তি ইয়াবাসহ ধৃত ও পলাতক আসামীদের মামলা দায়েরের পর ধৃত মাদক কারবারীকে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।