today visitors: 5073432

কুমিল্লার বুড়িচং উপজেলায় শ্রেষ্ঠ অধ্যক্ষ মাও: জাহাঙ্গীর আলম খান, শ্রেষ্ঠ মাদরাসা ছয়গ্রাম আলিম মাদরাসা।

এইচ এম গোলাম কিবরিয়া রাকিব, কুমিল্রা প্রতিনিধিঃ

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ উদযাপন উপলক্ষে যথাযথ প্রাতিষ্ঠানিক দায়িত্ব পালন ও দক্ষতার সহিত সু-চারু রুপে মাদরাসা পরিচালনা এবং সার্বিক দৃষ্টিকোন থেকে শ্রেষ্ঠ অধ্যক্ষ (মাদরাসা) সম্মাননা পদক অর্জন করেন ইসলামী তাহযিব তামাদ্দুনের লালনভূমি,কুমিল্লা-সালদানদী ডিসি রোডের পাশে সীমান্তবর্তী এলাকায় মনোরম পরিবেশে অবস্থিত অত্র এলাকার প্রাচীন দ্বীনি বিদ্যাপীঠ ছয়গ্রাম আলিম মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব মাও : মুহাম্মদ জাহাঙ্গীর আলম খান। ইতি পূর্বেও তিনি একাধিকবার এই সম্মাননা অর্জন করেন।
অপরদিকে শিক্ষার মান,পরীক্ষার ফলাফল, পরিস্কার পরিচ্ছন্নতা ও বিবিধ বিষয়ে সন্তষ্টি হয়ে যথাযথ কর্তৃপক্ষ উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান (মাদরাসা) পদক প্রদান করেন। এই সাফল্যে ছয়গ্রাম আলিম মাদরাসা শিক্ষা পরিবার, এলাকাবাসী অধ্যক্ষ মহোদয়সহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়েছেন। এতে আরো অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান মাদরাসার সাবেক শিক্ষার্থী কুমিল্লা জিলা মাদরাসার প্রতিষ্ঠাতা ও মাওলানা আবদুল হাকিম (রহ:) ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আহব্বায়ক এইচ এম গোলাম কিবরিয়া রাকিবসহ সকল সাবেক শিক্ষার্থীবৃন্দ এবং এলাকাবাসী। উল্লেখ্য অত্র প্রতিষ্ঠানটি এলাকাবাসীর সহযোগিতায় ১৯৫০ সালে প্রতিষ্ঠিত হয়।সর্বোপরি এই সাফল্য অর্জনে অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মুহাম্মদ জাহাঙ্গীর আলম খান মহান রবের শুকরিয়া আদায় করেন এবং তিনি বলেন এই অর্জন আমার একা নয় এই সাফল্য আমি অত্র প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট ও এলাকাবাসীকে উৎসর্গ করলাম। এ সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে তিনি সকলের সার্বিক সহযোগিতা একান্তভবে কামনা করেন।