নীলফামারীর সৈয়দপুরে মানবকল্যাণ শান্তি সংঘের উদ্যােগে পনের শতাধিক শরবতের গ্লাস বিতরণ করা হয় ।বুধবার (০১ মে)শহরের কেন্দ্রীয় স্মৃতিসৌধে মহান মে দিবস উপলক্ষে আগত পুষ্পমাল্য অর্পণকারীদের মধ্যে এই বিতরণটি করা হয়।উক্ত বিতরণতটি কেন্দ্রীয় স্মৃতিসৌধের মূল ফটকের সামনে হয়।
উল্লেখ্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোখছেদুল মোমিন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সি সি নিউজের প্রতিষ্ঠাতা ও প্রবীণ সাংবাদিক জসিম উদ্দিন
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,সৈয়দপুর আহলে সুন্নাত পৌরশাখার সভাপতি সৈয়দ আব্দুল্লাহ বাখশী (পাপ্পু), নাঈম উল আউলিয়া ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক রানা সোনা,ওমর ফারুক আসিফ প্রমুখ।
মানবকল্যাণ শান্তি সংঘের সভাপতি খালিদ আজম আশরাফি বলেন, দেশের বিভিন্ন স্থানের ন্যায় সৈয়দপুরেও যথাযোগ্য মর্যাদায় পালিত হয় মহান মে দিবস। এই মহান মে দিবস উপলক্ষে শহরের কেন্দ্রীয় স্মৃতিসৌধে সকল শ্রমজীবী সংগঠন পুষ্প্যমাল্য অর্পণ করতে আসবেন,তাদের কথা মাথায় রেখে আমাদের আজকের এই কর্মসূচি। বৈশাখের এই তাপদাহে অতিষ্ঠ জনজীবন, তার মধ্যে কেন্দ্রীয় স্মৃতিসৌধে শহরজুড়ে শ্রমিকরা মালা অর্পণ করতে এসে তৃষ্ণা অনুভব করবে।এই তীব্র গরমে তাদের কষ্ট লাঘবের জন্যই আমাদের এই শরবত বিতরণ কর্মসূচি।