today visitors: 5073432

সিঙ্গাপুরে চিকিৎসাধীন এরফান আলী’র নির্দেশে পানি ও স্যালাইন বিতরণ ।

মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ

দেশের সর্বোচ্চ তাপমাত্রা বৃদ্ধির কারনে শ্রমজীবী মানুষের মাঝে
দ্বিতীয় দিনের মতো এরফান গ্রুপের উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জে ৫শ লিটার বিশুদ্ধ পানি ও ১ হাজার প্যাকেট খাবার স্যালাইন বিতরণ করেছেন বাংলাদেশের শীর্ষস্থানীয় চাল প্রক্রিয়াজাত, খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাতকারী প্রতিষ্ঠান এরফান গ্রুপ।

বৃহস্পতিবার (০২ মে) দুপুরে এরফান গ্রুপের আয়োজনে চাঁপাই নবাবগঞ্জ জেলা শহরের শান্তির মোড়, বাতেন খাঁ মোড়ে তৃষ্ণার্ত সাধারণ পথচারী, ভ্যান চালক, অটো রিকশা চালক, সিএনজি চালকসহ শ্রমজীবীদের কিছুটা স্বস্তি দিতে বিনামূল্যে বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ করা হয়।

এরফান গ্রুপের সুত্রে জানা গেছে, এরফান গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ও চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের কোষাধক্ষ আলহাজ্ব এরফান আলী সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তার নির্দেশে চাঁপাইনবাবগঞ্জের গণমানুষের কথা মাথায় রেখে প্রত্যেককে এক লিটারের একটি পানির বোতল এবং তার সাথে দুই প্যাকেট খাবার স্যালাইন বিতরণ করা হয়। চলমান এই তীব্র তাপদাহ যতদিন থাকবে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের বিভিন্ন স্থানে পানির বোতল ও খাবার স্যালাইন বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে ।