প্রথম বুলেটিন ডেস্কঃ
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে বাংলাদেশ শ্রমিক কংগ্রেসের উদ্যোগে বুধবার (১মে) বিকাল ৪টায় হাজারীবাগ ফাতেমা ল’ কলেজ মিলনায়তনে “জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের শ্রমিকদের সমস্যা ও প্রতিকার” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ শ্রমিক কংগ্রেসের কেন্দ্রীয় কমিটির সদস্য সেলিম রেজা বাচ্চু’র সঞ্চালনায় ও সদস্য সচিব আনোয়ার কে মোর্শেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান এ্যাড. কাজী রেজাউল হোসেন। তিনি বলেন, ১৩৮ বছর পেরিয়ে গেলেও শ্রমিক সমাজের কষ্ট লাঘব হয়নি। শ্রমিকের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ, স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে হবে। মালিকপক্ষ মুনাফা অর্জনকে অগ্রাধিকার দেয়। শ্রমিকের স্বার্থকে গুরুত্ব দেয় না।
তিনি আরো বলেন, শ্রমিক সমাজের মৌলিক অধিকার আদায়ের লড়াই- সংগ্রামে বাংলাদেশ শ্রমিক কংগ্রেস সদা সচেষ্ট থাকবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কংগ্রেসের ভাইস- চেয়ারম্যান এ্যাড. শফিকুল ইসলাম, এ্যাড. আব্দুল আওয়াল, মহাসচিব এ্যাড. ইয়ারুল ইসলাম,সিনেট সদস্য মোঃ শাহজাহান,দপ্তর সম্পাদক তুষার রহমান, শ্রমিক কংগ্রেসের আহ্বায়ক তোফায়েল আহমেদ, দৈনিক আমার যূগ পত্রিকার সম্পাদক সালেহ আহমেদ মিয়া, বাংলাদেশ পার্লামেন্টারী কাউন্সিলের সহকারী সমন্বয়ক মাহফুজা নুসরাত, বাংলাদেশ কংগ্রেস, হাজারীবাগ থানার আহব্বায়ক ফজলুর রহমান, ১৪ নং ওয়ার্ডের সভাপতি আব্দুর রহিম মোল্লা প্রমূখ।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ কংগ্রেসের সাংগঠনিক সম্পাদক নাজমুল মোর্শেদ। আন্তর্জাতিক শ্রমিক দিবসের তাৎপর্য, শ্রমিক সমাজের বিভিন্ন সমস্যা ও করণীয় বিষয়ে আলোকপাত করেন বক্তারা।