মো: রবিউল ইসলাম,ক্রাইম রিপোর্টারঃ
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ৬ষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচন উপলক্ষে ২ মে বৃহস্পতিবার সকালে গাইবান্ধা জেলা প্রশাসক কার্যালয়ে প্রতিদ্বন্দ্বী ৬ জন চেয়ারম্যান প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়ায় হয়েছে।
উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসাবে বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ পেয়েছেন "মোটর সাইকেল" প্রতীক, উপজেলা আওয়ামীলীগ সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন পেয়েছেন "শালিক পাখি" প্রতীক, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম মন্ডল পেয়েছেন "দোয়াত কলম" প্রতীক, তৌহিদুর আমিন মন্ডল সুমন পেয়েছেন "ঘোড়া" প্রতীক, নাজিবুর রহমান নয়ন পেয়েছেন (আনারস) প্রতীক ও এ্যাড. জরিদুল হক পেয়েছেন "কাপ পিরিচ" প্রতীক। প্রার্থীরা প্রতীক বরাদ্দ পেয়ে ভোটারদের নিকট ভোট ও দোয়া কামনা করেন প্রার্থীরা। প্রার্থীরা তাদের কর্মী সমর্থকদের নির্বাচনী আচারণবিধি মেনে প্রচার প্রচারণা চালানো আহবান জানান।
উল্লেখ্য, পলাশবাড়ী উপজেলার একটি পৌরসভা এবং উপজেলার ৮টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২ লাখ ২৩ হাজার ২ শত ৯ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৯ হাজার ২'শ ৬ জন ও মহিলা ১ লাখ ১৪ হাজার ২ জন এবং তৃতীয় লিঙ্গের ১ জন। এর আগে ২৩ এপ্রিল মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ হয়। এতে চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন নির্বাচন কমিশন। এরপর ২ মে প্রতীক বরাদ্দ দেওয়া হয়, আগামী ২১ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।