জামাল উদ্দীন,কক্সবাজার জেলা প্রতিনিধিঃ
কক্সবাজারের টেকনাফে র্যাব ও পুলিশের পৃথক অভিযানে অপহত তৃতীয় শ্রেণীর ছাত্র শিশু মোহাম্মদ সাইফ (৯) কে উদ্ধার ও অপহরণ কারী চক্রের ৬ সদস্য কে আটক করা হয়েছে বলে জানাগেছে।
র্যাব ও পুলিশের পৃথক,পৃথক প্রেসব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।
প্রেসব্রিফিংয়ে জানানো হয় ০১মে বুধবার দুপুরে কক্সবাজার- টেকনাফের র্যাব-১৫ সিপিসি -১ এর ক্যাম্প কমান্ডার লেঃকমান্ডার তানভীর হাসান শিথিল ( ই) বিএন এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন গত ২৯ এপ্রিল সোমাবার টেকনাফের হ্নীলা নয়াপাড়া শালবাগান রোডের মাথার এক মাদ্রাসা থেকে ছুটির পর বাড়ি ফেরার সময় ঐএলাকার মৃত, মোহাম্মদ হোছনের ছেলে মোহাম্মদ সাইফ(৯) সংঘবদ্ধ অপহরণ কারীচক্রের হসতে অপহরণের শিকার হয়।
সংবাদ পেয়ে অভিযোগের প্রক্ষিতে তাকে উদ্ধারে শালবাগানের রোহিঙ্গা ক্যাম্প ও টেকনাফের বিভিন্ন জায়গায় অভিযান চলা কালে টেকনাফ সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নাজির পাড়া এলাকায় হতে অপহত শিশুটি কে উদ্ধার করতে সক্ষম হয় র্যাব।
এ ঘটনায় অপহরণ চক্রের মূল পরিকল্পনাকারী সহ ৫ জন কে গ্রেফতার করা হয়। তারা হলেন, জাদিমুর এলাকার নুর আলমের ছেলে মোহাম্মদ সব্বির (১৭) আবুল ফয়েজ প্রকাশ ফয়েজ মাঝি ( রোহিঙ্গা) ব্লক -এ/৫ এর ছেলে হাসান বশর (১৯), সৈয়দ হোসেনের ছেলে মোঃ আব্দুল্লাহ (১৬), নাজির পাড়ার মৃত ঠান্ডা মিয়ার ছেলে সেলিম (৪৭), আবুল কালাম এর ছেলে আক্তার কামাল (১৬) সহ৫ জন কে আটক করতে সক্ষম হয়।
এসময় তাদের কাছ থেকে উদ্ধার করাহয় ৬ রাউন্ডগুলি,২ টি কিরিছ,২ টি রামদা,১ টি কুড়াল,২ টি এন্ড্রয়েডফোন,২ টি বটম মোবাইল, ১ টি হাত ঘড়িও নগদ ৩০০ টাকা।
অপরাধীদের শায়েস্তা করতে র্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
অপর দিকে টেকনাফ মডেল থানার বাহার ছড়া শামলাপুর পুলিশ ফাড়িঁর চৌকশ পুলিশ সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পল্লী চিকিৎসক জহির উদ্দিন অপহরণের মুল হোতা উত্তরশীল খালী এলাকার ফরিদ আলমের ছেলে মোঃ সিরাজ( ৩০)নামে এক যুবককে গ্রেফতার করেছে। এসময় তাহার কাছ থেকে একটি ওয়ান শুটার গান, ৬ রাউন্ড গুলি, ২টি কিরিস, ২টি রামদা ও ১টি কুড়াল উদ্ধার করা হয়।
টেকনাফ মডেল থানার ওসি মোঃ ওসমান গনি জানান, অপহরণ চক্রের সদস্যদের আইনের আওতায় আনতে পুলিশের এ অভিযান চলমান থাকবে।