সুরুজ্জামান রাসেল,গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুরে ৮মাসের শিশু( আব্দুল্লাহ আল নোমান ) অপহরণের ২৯ দিন পর ২ মে বৃহস্পতিবার অপহরণকারী আইরিন সহ শিশুটিকে উদ্ধার করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।
এ বিষয়টি নিশ্চিত করেন জিএমপি উপ-পুলিশ কমিশনার আবু তোরাব মোহাম্মদ শামছুল হক।
গত ৩ এপ্রিল শিশু টির মা শিশুকে গোসল করিয়ে ঘরে রেখে কাপড় ধোয়ার জন্য গোসল খানায় যান। ফিরে এসে ঘরে তার শিশু সন্তানকে দেখতে না পেয়ে আসে পাসে খোঁজা খোঁজি শুরু করেন। একপর্যায় তার শিশু সন্তানকে খুঁজে না পেয়ে পাশের রুমের ভাড়াটিয়া আইরিনকে আসামি করে বাসন থানায় মামলা দায়ের করেন।
সেই মামলার ভিত্তিতে তথ্য প্রযুক্তি বিশ্লেষণ করে গতকাল ১ মে বুধবার বিকাল থেকে ময়মনসিংহ বিভিন্ন এলাকায় ছদ্মবেশে অভিযান পরিচালনা করে বাসন থানা পুলিশ।
সেই ধারাবাহিকতা ময়মনসিংহ শহরের চায়না মোড় এলাকা থেকে অপহরণ করা ৮ মাসের শিশু সহ অপহরণকারী আইরিনকে গ্রেফতার করেন বাসন থানা পুলিশ। পরে অপহরণ করা শিশুটিকে উদ্ধার করে তার বাবা মার কাছে বুঝিয়ে দেন বাসন থানা পুলিশ।
অপহরণকারী আইরিন কুড়িগ্রাম জেলার উলিপুর থানার অন্তরপুর গ্রামের আফজাল হোসেনের মেয়ে আইরিন।