today visitors: 5073432

মহান মে দিবসে শ্রমজীবীদের শুভেচ্ছা জানিয়েছেন এম পি পপি

মোঃ মনিরুল ইসলাম খান, ময়মনসিংহ প্রতিনিধিঃ

আজ পহেলা মে বুধবার ২০২৪ইং, মহান মে দিবস। বিশ্বের শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার আদায়ের ঐতিহাসিক স্মরণীয় দিন। শ্রমিকদের আত্মত্যাগের এই দিনটি সারা বিশ্বে একযোগে ‘মহান মে দিবস’ হিসেবে পালিত হচ্ছে শ্রদ্ধার সাথে। ১৮৮৬ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকেরা শ্রমের উপযুক্ত মূল্য ও দৈনিক অনধিক আট ঘণ্টা কাজের দাবিতে আন্দোলনে নামেন। ঐ দিন আন্দোলনরত শ্রমিকদের ওপর পুলিশ নির্বিচারে গুলি চালায়। এতে অনেক শ্রমিক নিহত ও হতাহত হন। তাদের আত্মত্যাগের মধ্য দিয়ে দৈনিক কাজের সময় আট ঘণ্টা করার দাবি প্রতিষ্ঠিত হয়েছিল। এরপর থেকে দিনটি মে দিবস হিসেবে পালিত হয়ে আসছে।
বাংলাদেশে এবারের মে দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘শ্রমিক মালিক গড়ব দেশ, স্মার্ট হবে বাংলাদেশ।
বাংলাদেশ সহ বিশ্বের সকল দেশই আজকে এই দিনটিকে শ্রদ্ধার সাথে পালন করতেছে।
ময়মনসিংহ গৌরীপুর উপজেলার নবনির্বাচিত এম পি এ্যাডভোকেট নিলুফার আনজুম পপি সকল শ্রমজীবী মানুষদের মহান মে দিবসের শুভেচ্ছা জানিয়েছেন।
তিনি বলেন, জাতির পিতা মে দিবসে সরকারি ছুটি ঘোষণা করেন। তিনি শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে মজুরি কমিশন গঠন করেন এবং নতুন বেতনকাঠামো ঘোষণা করেন।
মেহেনতি মানুষের শ্রম ও ঘামে আমাদের এই সভ্যতা গড়ে উঠেছে। মহান মে দিবস শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা সংগ্রামের এক অনন্য দিন। আমরা এই দিনে বাংলাদেশের তথা বিশ্বের সব শ্রমজীবী মানুষের ন্যায্য সংগ্রামের প্রতি এবং তাদের শ্রমের ন্যায্য মূল্যের দাবির প্রতি দ্ব্যর্থহীন সমর্থন ঘোষণা করছি। আমরা এই দিনে সব মেহনতি মানুষের সর্বাঙ্গীণ সমৃদ্ধি ও মঙ্গল কামনা করছি এবং মহান মে দিবসে যারা আমেরিকার শিকাগোতে আত্মাহুতি দিয়েছিলেন, সেই শহরের শ্রমিকদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি।
উল্লেখ্য এ্যাডভোকেট নিলুফার আনজুম পপি দ্বাদশ সংসদ নির্বাচনে গৌরীপুর আসনে নৌকা প্রতীকে নির্বাচন করে বিজয়ী হয়।তিনি গৌরীপুর উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি,এবং তিনি গৌরীপুর উপজেলা বাসিসহ দেশবাসিকে তীব্র গরমের ভয়াবহ থেকে সর্তক থাকার আহ্বান জানান