নাটোরে বৈশাখী মেলার নামে চলছে জুয়া ও অশ্লীল নৃত্য প্রশাসন নিরব ভূমিকায়

নাটোর প্রতিনিধিঃ

নাটোরের বড়াইগ্রামে বৈশাখী মেলার নামে চলছে জুয়ার জমজমাট আসর এবং মেয়েদের অশ্লীল ও নগ্ন নৃত্য। পুলিশ কে ম্যানেজ করে স্থানীয় প্রভাবশালীরা এসব মেলা ও জুয়া খেলার আসর বসাচ্ছেন বলে জানান এলাকার সচেতন মহল । উপজেলার নগর ইউনিয়নের ধানাইদাহ, ইখু,সেন্টার মাঠে এলাকায় মেলার নামে জুয়ার আসর বসানো হয়েছে এবং গভীর রাতে চলে নগ্ন নৃত্য। জানাগেছে, বড়াইগ্রাম থানার পুলিশ সহ বনপাড়া পুলিস তদন্ত কেন্দ্র মেলায় নিরাপত্তা দেওয়ার জন্য একটি অস্থায়ী পুলিশ বক্সে করছে মেলার স্থানে।সরজমিনে গিয়ে দেখা যায় নামে মাত্র বৈশাখী মেলা হলেও বাংলার ঐতিহ্য সংস্কৃতি এ ধরনের কোন কিছু চিহ্নমাত্র মেলে নি মেলায়। বৈশাখী মেলার নামে কৌশলে নাটোর ৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ডাঃসিদ্দিকুর রহমান পাটোয়ারী মহোদয় কে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন কার্যক্রম শুরু করে স্থানীয় একটি রাজনৈতিক মহল, এলাকাবাসীর সূত্রে জানা যায় থানা পুলিশকে ম্যানেজ করে মেলার নামে জুয়ার আসর এবং গভীর রাতে মেয়েদের দিয়ে নগ্ন ও অশ্লীল নৃত্য চালানো হচ্ছে। গত ৭ দিন ধরে এমন অবৈধ ও অশ্লীল কর্মকান্ড চললেও পুলিশ সেখানে উপস্থিত থেকে নীরবতা পালন করে এবং নগ্ন নৃত্য উপভোগ করেন।