জহিরুল ইসলাম (রুবেল),স্টাফ রিপোর্টারঃ
এসআই(নিঃ) আলমগীর কবির সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন দিঘারকান্দা বাইপাসস্থ ময়মনসিংহ জেলা মটরযান কর্মচারী ইউনিয়নের অফিসের সামনে ফাঁকা জায়গার হইতে ২৯ এপ্রিল ২০২৪ খ্রিঃ তারিখ ২২.৩০ ঘটিকায় ৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী ১। মোঃ আঃ রাজ্জাক (৪০), পিতা-মৃত ফরহাদ আলী, মাতা-মোছাঃ নূরজাহান বেগম, সাং-ভাবখালী, থানা-কোতোয়ালী মডেল, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত।
এসআই(নিঃ) মাহফুজুর রহমান সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার গৌরীপুর থানাধীন নয়াপাড়া সাকিনস্থ সাব-রেজিষ্ট্রি অফিস এর সামনে পাকা রাস্তার উপর হইতে ২৯ এপ্রিল ২০২৪ খ্রিঃ তারিখ ১৭.৩০ ঘটিকায় ১০ গ্রাম হেরোইন সহ মাদক ব্যবসায়ী ১। মোঃ টগর চৌধুরী (২৮), পিতা-মোঃ বাপ্পী চৌধুরী, মাতা-মোছাঃ মেনু চৌধুরী, সাং-নয়াপাড়া, থানা-গৌরীপুর, ২। মোঃ শাহীনুল ইসলাম ফারুক (৪০), পিতা-মৃতঃ হাবিল উদ্দিন শেখ, মাতা-মোছাঃ উম্মে কুলসুম, সাং-চুরখাই বন্দমদল, থানা-কোতোয়ালী মডেল, উভয় জেলা-ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিদ্বয় দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত। গ্রেফতারকৃত আসামী মোঃ টগর চৌধুরী (২৮) এর বিরুদ্ধে ১৩টি মামলা আছে।
উদ্ধারকৃত ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০ গ্রাম হেরোইন উদ্ধার বিষয়ে গ্রেফতারকৃত ০৩ জন আসামীর বিরুদ্ধে কোতোয়ালী মডেল ও গৌরীপুর থানায় মামলা দায়ের করে আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।