today visitors: 5073432

সরকারি কলেজের সি সি ক্যামেরা চুরি বাউফলে!

সানাউল হক, (বাউফল- পটুয়াখালী)

পটুয়াখালীর জেলার বাউফল উপজেলার সরকারি কলেজের দু’টি সিকিউরিটি ক্যামেরা (সিসি) চুরি হয়েছে। গত শুক্রবার (২৬ এপ্রিল) দিবাগত রাত ৪টা ২৫ মিনিট থেকে ৪টা ৩৫ মিনিটের মধ্যে ক্যামেরা দুটি চুরি করা হয়। পরবর্তীতে আজ রবিবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় বিষয়টি অধ্যক্ষের নজরে আসে।

কলেজ কর্তৃপক্ষ জানায়, রাত ৪ টার দিকে কলেজের সিকিউরিটি গার্ড ফজর নামাজ আদায়ের জন্য ওযু করতে বাসায় যায়। এই সুযোগে চোর প্রথমে কলেজে প্রবেশের প্রধান সড়কের দিকে সম্মুখ করা ক্যামেরাটি খোলে এবং পরবর্তীতে প্রশাসনিক ভবনের গেটের সামনের ক্যামেরাটি খুলে নেয়। মাত্র ১০ মিনিটে ক্যামেরার সামনে না এসে উলটো দিক থেকে দুটি ক্যামেরা চুরি করেছে এই চোর।এদিকে শিক্ষা প্রতিষ্ঠান থেকে ক্যামেরা চুরির ঘটনায় এলাকাবাসীর মধ্যে চোরের আতঙ্ক বিরাজ করছে। ক্যামেরা দুটির বাজার মূল্য ১৬ হাজার টাকা।

কলেজের সিকিউরিটি গার্ড মো. ফোরকান আলী বলেন, কলেজের বাউন্ডারি দেয়াল না থাকায় যে কেউ সহজে কলেজে প্রবেশ করতে পারে। আমি প্রতিদিন রাত ৪ টা পর্যন্ত স্টান্ডবাই ডিউটি করি। এরপরে নামাজে যাওয়ার জন্য বাথরুম করতে এবং ওযু করতে বাসায় যাই। তবে সেদিন রাত ৪ টা পর্যন্ত সন্দেহজনক কেউ আমার নজরে পড়েনি।

বাউফল সরকারি কলেজের প্রভাষক এনামুল হক সায়েম বলেন, এই চোর খুবই চতুর, সে সিকিউরিটি গার্ডের গতিবিধি নজরে রেখে সুযোগ বুঝে কাজটি করেছে এবং নিজেকে ক্যামেরা থেকে আড়ালে রেখেছে।

এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি। বাউফল থানার ওসি শোনিত কুমার গায়েন বলেন, বিষয়টি এখনো আমাদের জানানো হয়নি। খোঁজ খবর নিয়ে এলাকার অন্যান্য ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে চোর শনাক্ত করা হবে বলেও জানান তিনি।