কুমিল্লা প্রতিনিধি
প্রচন্ড তাপদাহে স্কুল চলাকালীন সময়ে হিট স্ট্রোক করে রামচন্দ্রপুর আকাবরের নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের নৈশ প্রহরী মো: জালাল উদ্দিন( ৫০) নিহত হয়েছেন। অপরদিকে, উপজেলার আলীরচর তায়মোস বেগম উচ্চ বিদ্যালয়ে ক্লাস চলাকালীন সময়ে ৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার বেলা সাড়ে ১১টায় স্কুল চলাকালীন সময়ে নৈশপ্রহরী জালাল উদ্দিন হিটস্ট্রোক করেন এবং তিতাস স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত জালাল উদ্দিন রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের বাহেরচড় গ্রামের বাসিন্দা।
আকাবরের নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নাছির উদ্দীন বলেন, নৈশপ্রহরী জালাল উদ্দিন হিট স্ট্রোক করার পর তাকে রামচন্দ্রপুর বাজারে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তিতাস হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলার আলীরচর তায়মোস বেগম বালিকা উচ্চ বিদ্যালয়ের ৫ জন শিক্ষার্থী প্রচন্ড তাপদাহে অসুস্থ হয়েছে। এদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসায় পাঠানো হয়েছে।
আলীরচর তায়মোস বেগম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদা বেগম বলেন, অতিরিক্ত গরমে ৫ জন মেয়ে শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসায় পাঠানো হয়েছে। পরে প্রশাসনের সাথে কথা বলে বাকী ক্লাসগুলো না করার সিদ্ধান্তে স্কুল আজকের মতো ছুটি দেওয়া হয়েছে।
মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এনামুল হক জানান, গরমে অসুস্থ হয়েছে এধরণের কোন শিক্ষার্থী বিকেল ৪ টা পর্যন্ত মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেনি। এমন রোগী আসলে জানানো হবে।
এবিষয়ে মুরাদনগর উপজেলা নির্বাহী অফিসার সিফাত উদ্দিন বলন, রামচন্দ্রপুর স্কুলের নৈশ প্রহরী জালাল উদ্দিন বার্ধক্যজনিত কারণে নিহত হয়েছেন।