জামাল উদ্দীন -কক্সবাজার প্রতিনিধি
বাছাইকৃত হতদরিদ্র পরিবারে-পেশাভিত্তিক উদ্যোগ বাস্তবায়নে বিকাশ এর মাধ্যমে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠান ২৯ এপ্রিল সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বিজিএস এর মনিটরিং ইবালোপিন স্পেশালিষঠ মোঃ জাকের হোসেন এর পরিচালনায় বিজিএস এর আয়োজন এবং এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সহযোগিতায় অনুষ্ঠানে টেকনাফ সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান রশিদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন,টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি),সৈয়দ সাফকাত আলী,উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ আহসান উল্লাহ,উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ খোরশেদ আলম,উপজেলা মহিলা বিষয়ক দপ্তরের শিশু অধিকার অফিসার আল শাহরিয়ার কবির ও টেকনাফ উপজেলা ইসলামিক ফাউন্ডেশন ফিল্ড অফিসার পেয়ার আহমদ। সেবা গ্রহীতাদের মধ্যে অভিজ্ঞতার আলোকে বক্তব্য রাখেন, আরিফা বেগম,শিল্পী রাণী ও ইয়াসমিন তালা।ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এপি সরলীপ অফিসার উজ্জল প্যাটিক কোরাইয়া আথ'মানবতার সেবায় নিয়োজিত একটি প্রতিষ্ঠান এবং দারিদ্র বিমোচনের বিভিন্ন তথ্য উপাত্ত সংক্রান্ত স্বাগত বক্তব্য রাখেন। সার্বিক ব্যবস্থাপনায় বিজিএস এর প্রোগ্রাম ম্যানেজার আব্দুল হামিদ। সভাপতি সমাপনী বক্তব্যে বলেন,দয়া দক্ষিণার মাধ্যমে কোন মানব জাতি তার অভাব দুর করতে পারেনা এবং
নিজের ভাগ্য নিজেকেই পরিবর্তন করতে হবে। নিজের অবস্থান কে দুহাত দিয়ে দারিদ্র বিমোচনে এগিয়ে আসতে হবে। অনুষ্ঠান শেষে পাঁচশত বাঁচাইকৃত হত দরিদ্র পরিবারের মধ্যে প্রাথমিকভাবে উপস্থিত একশত মাঝে সেবা গ্রহীতা পরিবার কে ২৮ হাজার টাকা বিভিন্ন গ্রামীণ উন্নয়নে এই অর্থ প্রদান করা হয়। এ প্রদেয় অর্থ দিয়েই দারিদ্র্য বিমোচনের মাধ্যমে তাদের অবস্থান পরিবর্তন করতে সক্ষম হবেন। টেকনাফ ও বাহারছড়া এ দুটি ইউনিয়নে সেবা গ্রহিতা হতদরিদ্র পরিবার সহ বিভিন্ন দপ্তরের অফিসার ও জনপ্রতিনিধিত্ব উপস্থিত ছিলেন।