ধোনি যখন ব্যাট করতে নামেন…

 

স্পোর্টস ডেস্ক

২১ এপ্রিল ২০২৪, ০১:২০ এএম | অনলাইন সংস্করণ

মহেন্দ্রসিং ধোনি

Advertisement

লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে শুক্রবার চেন্নাই সুপার কিংসের ম্যাচে এমএস ধোনি ব্যাট করতে নামার সময় একনা স্টেডিয়ামে শব্দের মাত্রা ছাড়িয়েছিল ৯৫ ডেসিবেল। টানা ১০ মিনিট এই মাত্রায় শব্দ হলে যে কেউ কিছু সময়ের জন্য বধির হয়ে যেতে পারেন।

ধোনির জনপ্রিয়তা এবং তাকে নিয়ে ক্রিকেটপ্রেমীদের এই উন্মদনার প্রমাণ ধরা পড়েছে লখনৌয়ের উইকেটরক্ষক-ব্যাটার কুইন্টন ডি ককের স্ত্রী সাসা ডিককের স্মার্ট ঘড়িতে। বিস্মিত সাসা ধোনির ব্যাট করতে নামার সময়ে তার ঘড়ির স্ক্রিনের ছবি সামাজিক মাধ্যমে তুলে ধরেছেন

Advertisement

শুধু দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারের স্ত্রী নন, ধোনির তুমুল জনপ্রিয়তায় বিস্মিত ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরানও।

তিনি বলেছেন, ‘শুধু এই মৌসুমে নয়, প্রত্যেক মৌসুমে একই জিনিস দেখছি। ধোনি ব্যাট করতে নামার সময় গ্যালারির দিকে তাকালে মনে হয় হলুদ সমুদ্রের মাঝে রয়েছি। এটা একটা অসাধারণ দৃশ্য। ভারতে ধোনি জাতীয় নায়কের সম্মান পায়।’

পুরান আরও বলেছেন, ‘ব্রায়ান লারার সঙ্গে খেলার সুযোগ হয়নি আমার। আমাদের দেশে সবাই লারার অন্ধ ভক্ত। তবে ধোনির এই জনপ্রিয়তা দেখাও একটা দুর্দান্ত অভিজ্ঞতা। দারুণ অনুভ‚তি হয়। ধোনির মতো ক্রিকেটারের সঙ্গে খেলার সুযোগ পেয়ে আমি গর্বিত। এই মুহূর্ত ভোলা সম্ভব নয়। আমার সন্তানদের জন্য তো বটেই, ভবিষ্যতে নাতি-নাতনিদেরও গল্প শোনাতে পারব। না দেখলে বিশ্বাস করা যায় না।’

মহেন্দ্র সিং ধোনি