ডেমরায় একই ভবনের ৪ ফ্ল্যাটে চুরি
Advertisement
রাজধানীর ডেমরায় ঈদের ছুটিতে একই ভবনের চার ফ্ল্যাটে একই সময়ে চুরির ঘটনা ঘটেছে। ভুক্তভোগী মো. ওয়াহিদুজ্জামান সবার পক্ষে বৃহস্পতিবার রাত ১টায় ডেমরা থানায় অজ্ঞাতনামা চোরদের বিরুদ্ধে মামলা করেন।
ডেমরার নিউটাউন আবাসিক এলাকায় (মাহমুদ নগর) ওই ভবনে ৯ এপ্রিল সকাল ৯টা থেকে ১৫ এপ্রিল রাত ১১টার মধ্যে যে কোনো সময়ে চুরি করেছে চোররা। জানালা ও বারান্দার গ্রিল কেটে ঘরে ঢুকে তারা চারটি ফ্ল্যাট থেকে ১১ লাখ ৬০ হাজার টাকাসহ পাঁচ লাখ টাকার স্বর্ণালংকার নিয়ে যায়।
Advertisemen
অন্য তিন ভুক্তভোগী হলেন মো. সোলাইমান, সামছুর রহমান ও বোরহান উদ্দিন। ভুক্তভোগীরা সপরিবারে ঈদের টানা ছুটিতে গ্রামের বাড়িতে রওনা হন ৯ এপ্রিল সকাল ৯টার দিকে। ছুটি শেষে ১৫ এপ্রিল বাসায় এসে তারা দেখেন সবার বাসায় চুরি হয়েছে।
এছাড়া ১০ এপ্রিল সপরিবারে গ্রামের বাড়িতে যান ইউসুফ সরকার নামের একজন। ১২ এপ্রিল বিকালে ফিরে দেখেন চুরি হয়েছে। পরে সিসি ক্যামেরা ফুটেজ দেখে শনাক্ত করেন ১১ এপ্রিল গভীর রাতে তার শ্বশুর, শ্যালক ও তাদের এক সহযোগী চুরির ঘটনাটি ঘটিয়েছেন। এ সময় তারা ৯ লাখ টাকা ও স্বর্ণালংকারসহ সাড়ে ৭ লাখ টাকার মালামাল এবং বাড়ির দলিলপত্র, মামলার কাগজপত্র ও ব্যাংকের চেকবই চুরি করেন। এ বিষয়ে ইউসুফ মঙ্গলবার রাতে ডেমরা থানায় শ্বশুর মুখলিছুর রহমান কাসেমী (৬০), তার ছেলে মো. আসাদ (১৪) ও সহযোগী আরিফুল ইসলামের (২৪) বিরুদ্ধে মামলা করেছেন।
ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম বলেন, এসব চোরকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।