পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ে ৪র্থ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল এর শুভ টুর্নামেন্ট উদ্ধোধন
জন্যে প্রস্তুতিমুলক আলোচনা করা হয়েছে। ২৩ মে থেকে পঞ্চগড়ে শুরু হচ্ছে “জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৪”। এ উপলক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা গত ১৮ এপ্রিল সকালে বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সকল খেলা দর্শনীর বিনিময়ে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। জেলা প্রশাসক মো. জহুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পুলিশ সুপার এস, এম, সিরাজুল হুদা, পঞ্চগড়
জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল হান্নান শেখ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট উপস্থিত বক্তব্য দেন। করোনাসহ নানান কারণে এই টুর্ণামেন্টটি দীর্ঘদিন অনুষ্ঠিত হয়নি। ফলে পঞ্চগড়ের ক্রীড়াঙ্গনে স্থবিরতা নেমে আসে।
সভায় আগামী ২৩ মে থেকে চতুর্থ জেলা প্রশাসক গোল্ডকাপ অনুষ্ঠানের সিদ্ধান্ত নেয়া হয়। টুর্নামেন্টে দেশের আটটি বা ১২ টি জেলা দশ অংশ নেবে বলে আশা করা হয়। টুর্ণামেন্টটিকে সুষ্ঠু ও সফল করতে মূল কমিটিসহ কয়েকটি উপ কমিটি গঠন করা হয়।
সভায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন দপ্তরের উর্দ্ধতন কর্মকর্তাগণ, জেলা ক্রীড়া সংস্থা ও বিভিন্ন ক্লাব ও ক্রীড়া সংগঠনের প্রতিনিধিসহ স্থানীয় জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, সাংবাদিকরা উপস্থিত ছিলেন। #