চেন্নাইয়ের নির্বিষ বোলিংয়ে বিশাল জয় লখনৌর

 

স্পোর্টস ডেস্ক
২০ এপ্রিল ২০২৪, ০৩:২৪ এএম | অনলাইন সংস্করণ

Advertisement

লখনৌ সুপার জায়ান্টসের কাছে হারল চেন্নাই সুপার কিংস। শুক্রবার রাতে লখনৌর মাঠ একানা স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিংয়ে নামে রুতুরাজ গায়কোয়াড়ের চেন্নাই। চেন্নাইয়ের নির্বিষ বোলিংয়ের সামনে ৮ উইকেটের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে লখনৌ।

কুইন্টন ডি কক আর কেএল রাহুলের বিধ্বংসী ব্যাটিংয়ে কোনঠাসা হয় চেন্নাইয়ের শিবির। টাইগার কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান ও লঙ্কান পেসার পাথিরানাও সিএসকের হার ঠেকাতে পারেননি।

Advertisement

এদিন মঈন আলি ও মহেন্দ্র সিং ধোনির ব্যাটে ভর করে নির্ধারিত ওভার শেষে ৬ উইকেটে ১৭৬ রান করে চেন্নাই। জবাবে ব্যাট হাতে কুইন্টন ডি কক আর কে এল রাহুল চেন্নাইয়ের বোলারদের তুলোধোনা করেন। রাহুলের ৫৩ বলে ৮২ আর ডি ককের ৪৩ বলে ৫৪ রানের ঝড়ো ইনিংসে ম্যাচ থেকে ছিটকে যায় ধোনিরা। ৮ উইকেটে হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় লখনৌ সুপার জায়ান্টস।

৭ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের ৩ নম্বরে অবস্থান করছে চেন্নাই সুপার। টেবিলের ৫ নম্বরে লখনৌ। এছাড়া ৭ ম্যাচে ৬ জয়ে টেবিলের শীর্ষে রাজস্থান রয়্যালস।

সংক্ষিপ্ত স্কোর:
চেন্নাই : ১৭৬/৬ (২০)
লখনৌ : ১৮০/২ (১৯)
ফলাফল : ৮ উইকেটে জয়ী লখনৌ সুপার জায়ান্টস।