today visitors: 5073432

ঢাকায় নামল স্বস্তির বৃষ্টি

 

১৬ এপ্রিল ২০২৪, ০৪:৫৩ পিএম | অনলাইন সংস্করন

ঢাকায় নামল স্বস্তির বৃষ্টি

Advertisement

রোজার শেষ দিক থেকে শুরু হয় দাবদাহ। প্রচন্ড গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। অবশেষে রাজধানী ঢাকায় স্বস্তির বৃষ্টি নেমেছে। মঙ্গলবার দুপুরের পর থেকে ঢাকার আকাশ অন্ধকার হতে থাকে। বেলা সাড়ে ৩টা দিকে ফোটা ফোটা বৃষ্টি পড়তে শুরু হয়। ধীরে ধীরে বাড়ে বৃষ্টি। এতে কিছুটা হলেও নগরবাসীর মধ্যে স্বস্তি এসেছে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, বর্তমানে পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও আশেপাশের এলাকায় অবস্থান করছে। দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ।

Advertisement

মঙ্গলবার ভোর ৬টা থেকে আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে- ঢাকা, ময়মনসিংহ, রংপুর ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

তাপপ্রবাহের বিষয়ে বলা হয়- রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা থাকতে পারে অপরিবর্তিত।

আজ রাজধানী ঢাকার তাপমাত্রাও কিছুটা বেড়েছে। ঢাকায় আজকে ৩৮.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা গতকাল ছিল ৩৭.৬ ডিগ্রি সেলসিয়াস। ২৪ ঘণ্টার ব্যবধানে রাজধানীতে শূন্য দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেড়েছে