রাকিবুল ইসলাম স্টাফ রিপোর্ট
১৩/৪/২০২৪ রোজ শনিবার। আনুমানিক ১২:৩০ এর দিকে গাজীপুরের কাপাসিয়া সিংহশ্রী ইউনিয়নের বড়বেড় গ্রামে । শীতলক্ষ (বানার) নদীর তিরে হাজির বাড়ির নদীর গাটে পাঁচ বন্ধু মিলে নদিতে সাঁতার কাটতে গিয়ে ছিলো ঐ সময় হঠাৎ করে এক বন্ধু নদির মাজদিকে চলে যায় ।
নিখোজের পিতা নাম মো: নুর হোসেনের একমাএ ছেলে মো: ফাহিম (১৫) ক্লাস নাইনে পড়োয়া ছাএ ছিলেন।
তার পর পানির মধ্যে ডুবে যায় তাদের বন্ধুরা আমাদের প্রথম বুলেটিনকে জানান যে সে ডুবেজাবার আগে একবার উপরের দিকে হাত দিয়েছিলো তার বন্ধু তাকে একবার হাত দরে টান দিয়েছিলো। কিন্তু তাকে উপরে অনতে পারেনি। এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে । তার বন্ধুরা অনেক চেষ্টা করে । তার বন্ধুরা শেষ পর্যন্ত তাকে পাওয়া গেলো না ।