স্বাধীন আলম হোসেন
লালপুর নাটোর প্রতিনিধি
পেশাগত কারনে দীর্ঘদিন অবসর নেওয়া খেলোয়াড়দের অংশগ্রহনে নাটোরের লালপুরে লিজেন্ড ক্রিকেট টুর্নামেন্টে লিজেন্ড অফ ইস্ট দল চ্যাম্পিয়ন হয়েছে। আজ শুক্রবার (১২ এপ্রিল) পাইকপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় লিজেন্ড অফ রাধাকান্তপুর দলকে হারিয়ে লিজেন্ড অফ ইস্ট দল চ্যাম্পিয়ন হয়। ফাইনাল খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ ইস্ট দলের অধিনায়ক মেহেদী হাসান সোহাগ এবং ম্যান অফ দ্যা টুর্নামেন্ট ইস্ট দলের আব্দুল হালিম।
টুর্নামেন্টে অংশগ্রহন করা ৪ টি দলের মধ্যে বাকি দুটি দল হলো লিজেন্ড অফ নর্থ এবং লিজেন্ড অফ বেরিলাবাড়ী।
পুরস্কার বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্যালাভেটরস লিমিটিডের পরিচালক তোসলিম হোসেন, প্লাবন স মিলস এর পরিচালক মুফতি আল মাহমুদ প্লাবন, লালপুর উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক প্রভাষক মোয়াজ্জেম হোসেন,
বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব মাসুদ আজাদ স্বাধীন, এ্যাড. জিয়াউর রহমান প্রমুখ।