তার ফ্যানবেজ যাদেরকে আমরা শাকিবিয়ান বলি তাদের দিক থেকে কোনো ধরনের কর্মসূচি,পরিকল্পনা নেই এটা মানা যাচ্ছে না!
শাকিব খানের মুভি রিলিজ মানেই’তো তার ফ্যানদের জন্য এমনিই ঈদ,উৎসব!
তার জন্য আলাদা করে ঈদ লাগে না।
>>আসল কথায় আসি,শাকিবিয়ানদের একটা কর্মসূচি হাতে নেওয়া উচিত,যেটার ট্যাগ লাইন হতে পারে -#ফার্ষ্ট_ডে_ফার্ষ্ট_শো- আর এটা নিয়ে একটা ইভেন্ট ওপেন করা যেতে পারে,তাহলে সবাই একসাথ হয়ে ঢাকার কোনো ভালো একটা হলে মুভিটা দেখা হলো এবং সেই সাথে ভালো একটা হাইপও তৈরি হলো অন্যদের মাঝে।
মুভি ভালো হইছে কি খারাফ সেটা আমরা দেখে এসে গ্রুপে আলোচনা করবো,ভালো হলে পরিচালক বাহবা পাবে,খারাফ হলে সমালোচিত হবেন।
আমরা যদি এইসব না করি,তাহলে আমাদের আর অন্যান্য নায়কের ফ্যানদের মাঝে কি পার্থক্য থাকলো?
আর এতো বড় বড় গ্রুপ কিংবা ফ্যানবেজ থেকেই বা কি লাভ???
আমি বাংলাদেশে থাকলে উদ্যোগ’টা আমিই নিতাম।
আশা করি গ্রুপের এডমিন কিংবা একটিভ কেউ আজকের মধ্যেই কোনো একটা ঘোষণা কিংবা উদ্যেগের কথা জানাবেন।
ধন্যবাদ❤️