কিছু ইউটিউবাররা, গ্রীন কার্ডের ট্রেলার আসার পর অনেক নেগেটিভ ট্রল করেছে আবার তারাই গ্রীন কার্ডের ট্রেলার আসার পরই অসাধারণ বলেই অসাধারণ কথা বা সিনেমা হলে যাওয়ার আশ্বাস দিয়েছেন।। ভালো কথা, পেছনে আর ফিরবো না... এসব ট্রল যারাই করছে সবাই মহাজ্ঞানী, বাংলাদেশে জ্ঞানীদের অভাব নেই কিন্তু শিক্ষার অভাব! কেউ কেউ গ্রীন কার্ড ছবিটির কোয়ালিটি নিয়েও প্রশ্ন করছেন বা ট্রল করেই যাচ্ছেন। তারা কি শুধু ফেবুকার না কী ইটুবার? তারা কী দেখেনা কাজী মারুফের ইন্টারভিউ; তারা কী শুনে না ইন্টারভিউয়ের সে সব কথা; যদি না-ই দেখেন, যদি না-ই শুনেন তাহলে ভাইজানরা ট্রল করেন কেনো?
ওরাই চায়না ইন্ডাস্ট্রি বাঁচুক, ওরাই চায়না সিনেমা তৈরি হোক, ওরাই চায়না শাকিব খানের মত স্টাররা সিনেমা করুক,, তাহলে ভাইজানরা তোমরা কাকে "স্টার" বানাতে চাও; বলে দিলেই ত হয়.. একটি কথা মাথায় রাখুন, আপনি দর্শক, আপনার ভালো লাগলে বাংলা সিনেমা দেখুন আর তা না হলে এড়িয়ে চলুন কেনই বা আপনি এত বড় পণ্ডিত হতে যাবেন; তাই অতিরঞ্জিত করতে যেয়ে আরেকজনের ইমেজ নষ্ট করতে যাইয়েন না।।
কাজী মারুফ তার প্রতিটি ইন্টারভিউ গুলোতে বলেছেন, "গ্রীন কার্ড" সিনেমা পুরোপুরি আমেরিকায় শুট হয়েছে। আর সেখানে কোনো কাজ করা অনেক কঠিন। যারা সেখানে বসবাস করে তারাই বলতে পারবে আমেরিকার অবস্থা। তাই অনেক কষ্ট করে, অনেক টাকা খরচ করে এই সিনেমা তৈরি করেছি শুধু আপনাদের জন্য। আমি বিশ্বাস করি, গল্পের কারণে সিনেমাটি আপনাদের কাছে ভালো লাগবে। অনেকের কাছে সিনেমাটির কোয়ালিটি ভালো লাগতেই না পারে। কিন্তু গল্প নির্ভরযোগ্য একটি সিনেমা। যা আপনাকে সিনেমার গল্পেই ভালো লাগাবে। যারা সিনেমাটি দেখবেন, তাদের কে সিনেমা হলে যেয়ে "গ্রীন কার্ড" দেখার আমন্ত্রণ করেছেন কাজী মারুফ।